এবার পরিচালনায় কঙ্গনা রানাওয়াত!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Feb 2017 11:29 AM (IST)
মুম্বই: ‘রেঙ্গুন’ মুক্তি পেয়েছে। সেপ্টেম্বরে আসছে ‘সিমরন’। তারপর কেতন মেহেতার ‘রানি লক্ষ্মীবাঈ’। এই ছবিগুলির কাজ হয়ে গেলে পরিচালনায় হাত দেবেন কঙ্গনা রানাওয়াত। অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফের মত প্রযোজনা নয়, সরাসরি পরিচালনায় আসছেন তিনি। জানা গিয়েছে, কঙ্গনা পরিচালনা করবেন একটি জীবনীভিত্তিক ছবি। তিনিও অভিনয় করবেন তাতে। সামনের বছর শুরু হবে এই ছবির কাজ। কেরিয়ারে সেরা সময়ে আছেন কঙ্গনা। তাঁর একটার পর একটা ছবি হিট তো হচ্ছেই, অভিনয়ও উচ্ছ্বসিত প্রশংসা পাচ্ছে দর্শক, সমালোচকদের। তাই তাঁর মতে, এখনই নিজেকে আরও প্রসারিত করার শ্রেষ্ঠ সময়। অভিনয়ের পাশাপাশি সেই ছবি পরিচালনা করতেও এর আগে কোনও বলি অভিনেত্রীকে দেখা যায়নি। কঙ্গনা নিজে স্বীকার করে নিয়েছেন এ খবর। জানিয়েছেন, অন্যভাবেও নিজেকে ছড়িয়ে দিতে চান তিনি। তবে কার জীবনী নিয়ে বলিউডের ‘কুইন’ বায়োপিক করবেন, তা রহস্যই রেখেছেন।