মুম্বই: ডিপফেক ভিডিও (deepfake video)। নতুন আতঙ্কের নাম। আপত্তিকর ভিডিওতে বসিয়ে দেওয়া জনপ্রিয় তারকাদের মুখ। আর মুহূর্তেই তা ভাইরাল। রশ্মিকা মন্দনা, ক্যাটরিনা কাইফের পরে এবার ডিপফেকের জালে কাজল ( Actress Kajol)। এখানে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনেই পোশাক বদলাচ্ছেন কাজল , নেটদুনিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। সেই সঙ্গে বেড়েছে আতঙ্কও।
এই ভিডিওটি আসলে কার ? বিভিন্ন fact-checking platform খতিয়ে দেখে জানিয়েছে, ভিডিওটি একজন TikTok ইনফ্লুয়েন্সরের। 'Get Ready With Me' ট্রেন্ডে তিনি একটি ভিডিও পোস্ট করেন। তাতেই বসিয়ে দেওয়া হয়েছে কাজলের মুখ।
এই ডিপফেক ভিডিওটি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। পোশাক পরিবর্তন করা মহিলাটিকে তো অনেকেই কাজল ভেবে বসেছিলেন। অনেকে আবার আন্দাজই করেছিলেন এটিও রশ্মিকা, ক্যাটরিনার ভিডিওটির মতোই ডিপফেক।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)কে কাজে লাগিয়ে এই ভিডিওর মুখ পরিবর্তন করা হয়েছে। রোজি ব্রিন নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরের ভিডিওতে প্রতিস্থাপন করা হয়েছে কাজলের মুখ। আর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এতটাই নিখুঁত করে তোলা হয়েছে এই ভিডিও যে, মনে হবে, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পোশাক পরিবর্তন করছেন এবং তাতে অনেকেই হতভম্ব হয়ে যান।
কয়েকদিন আগে এক ইনফ্লুয়েন্সারের মুখে বসিয়ে দেওয়া হয় 'পুষ্পা' অভিনেত্রী। রশ্মিকা মান্দনার মুখ ব্যবহার করে ভিডিওটি ভাইরাল করে দেওয়া হয়। তারপরে রীতিমতো শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তখনই ডিপফেক ভিডিওর বিষয়টি সকলের সামনে আসে।
এই ঘটনার কয়েকদিনের মধ্যেই 'টাইগার ৩' ছবি একটি লুক থেকে ক্যাটরিনার 'ডিপফেক' ছবি তৈরি করে ভাইরাল করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়।
কী এই ডিপফেক ভিডিও ? এতে ডিপ লার্নিং প্রযুক্তির (Deep Learning Technology) অপব্যবহার করা হচ্ছে। টেকনোলজির ভাষায় বলা যায় এআই- এর (Artificial Intelligence) অপব্যবহার করে কনটেন্ট ম্যানিউপুলেট করা হচ্ছে এই পদ্ধতিতে।
এরই মধ্যে এবার ডিপফেক ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। তিনি বলেন, এই ডিপফেক ভিডিও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই তিনি দেশের নাগরিক এবং সমাজ মাধ্যমের কাছে এব্যাপারে নজরদারি চালানোর আবেদন জানিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে তিনি একটি ডিপফেক ভিডিওর কথা তুলে ধরেন। যাতে তাঁকে ঐতিহ্যবাহী গুজরাতি নাচ গড়বা করতে দেখা গেছে। প্রধানমন্ত্রী বলেন, 'আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে আমাকে গড়বা নাচতে দেখা গেছে। দেখে একেবারে সত্যি মনে হচ্ছিল।'
এবার ডিপফেক আতঙ্ক বিনোদন থেকে রাজনীতি পর্যন্ত।
আরও পড়ুন: Rajdeep-Sharmistha: প্রথম ছবিতেই জাতীয় পুরষ্কার, এবার কোন স্বাদের গল্প শোনাবেন রাজদীপ-শর্মিষ্ঠা?