কলকাতা: শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর পরে আমির খান (Amir Khan)। এর আগেই মন্নত-এ মেরামতির কাজ হওয়ার জন্য মন্নত ছেড়েছেন শাহরুখ। উঠে গিয়েছেন পালি হিলসের একটি বাড়িতে। আর এবার বান্দ্রা ছাড়লেন আমির খান। বান্দ্রা ভার্গো কোঅপারেটিভ সোসাইটিতে থাকতেন আমির। কিন্তু জানা যাচ্ছে, সেই আবাসন ভেঙে ফেলা হবে। সেখানে গড়ে উঠবে একটি বিলাসবহুল আবাসন। প্রত্যেকটা বিল্ডিং-ই হবে বহুতল, সঙ্গে থাকবে বিভিন্ন সুযোগ সুবিধা। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টগুলির সবকটিই হবে সমুদ্রমুখী। ফলে এর দাম বেশ অনেকটাই বাড়বে। প্রত্যেক বর্গফুটের দাম হতে পারে ১ লাখ টাকা। সেই কারণেই অন্যান্য অ্যাপার্টমেন্টের সঙ্গে ভাঙা পড়বে আমির খানের অ্যাপার্টমেন্ট ও। সেই কারণেই পালি হিলসের নতুন একটি আবাসন কিনেছেন আমির। সেই আবাসনটি প্রায় হাজার বর্গফুটের। ৯ কোটি টাকা দিয়ে এই আবাসন কিনেছেন আমির। তবে শোনা যাচ্ছে, নতুন অ্যাপার্টমেন্ট তৈরি হয়ে গেলে ফের সেখানে উঠে যেতে পারেন আমির।
অন্যদিকে, আগেই জানা গিয়েছিল, দীর্ঘদিন ধরে মন্নত বাড়ির মেরামতির প্রয়োজন। কিন্তু পুরসভার অনুমতি ছাড়া মন্নত-এর একটা ইঁটও খসানো অসম্ভব। বাড়ি মেরামতির জন্য পুরসভায় চিঠি লিখেছিলেন গৌরী খান। তাঁর সেই আবেদন মঞ্জুর হয়েছে কয়েক মাস আগেই। আর এবার বাড়ির মেরামতির পালা। জানা যাচ্ছে, মে মাস থেকে শাহরুখের বাড়ি বদল হবে। মন্নত জুড়ে চলবে মেরামতির কাজ। আর গোটা বাড়ি জুড়ে যদি মেরামতির কাজ হয়, তাহলে শাহরুখের পক্ষে সেই বাড়িতে থাকা অসম্ভব। সেই কারণেই শাহরুখ খান পালি হিলসে ৪ তলা একটি বাড়ি ভাড়া করেছেন। শোনা যাচ্ছে, সেই বাড়ির ভাড়া নাকি ২৪ লাখ টাকা। প্রত্যেক মাসে এই বিপুল অঙ্কের ভাড়া দিয়েই আপাতত থাকতে হবে শাহরুখকে। বাসু ভাগনানির তৈরি এই বাড়িতেই আপাতত থাকবেন শাহরুখ খান, গৌরী খান ও তাঁদের ৩ সন্তান। আরিয়ান খান, আব্রাম ও সুহানা খান।
বছর পাঁচেক আগে ‘মন্নত’কে পুরোপুরি নিজের করে নিতে উদ্যোগী হন শাহরুখ। ইজারার জমিকে ব্যক্তিগত মালিকানাধীন করতে সরকারকে মোটা টাকা দিতে হয়। সেই মতো শাহরুখ এবং তাঁর স্ত্রী গৌরী খান সরকারি নিয়ম মেনে টাকা জমা করেন। ‘মন্নতে’র ‘Class 1 Complete Ownership’-এর জন্য আবেদন জানান তাঁরা। সেই আবেদন গৃহীতও হয়। কিন্তু ‘মন্নতে’র মালিকানা পেতে প্রয়োজনের তুলনায় শাহরুখ বেশি টাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে। তাই অতিরিক্ত ৯ কোটি টাকা তাঁকে ‘Refund’ করেছে মহারাষ্ট্র সরকার।