শ্রীনগর : বৈসরণ, 'মিনি সুইৎজারল্যান্ড'... কাশ্মীর বেড়াতে গেলে ভূ-স্বর্গের এই ট্যুরিস্ট স্পট সচরাচর 'মিস' করেন না কোনও পর্যটকই। ২২ এপ্রিলও ছিল তেমনই একটা দিন। নৈস্বর্গিক সৌন্দর্য্য উপভোগ করতে গিয়েছিলেন সাধারণ মানুষরা। আর সেই আমআদমির উপরেই গুলিবৃষ্টি করল জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জেনে 'টার্গেট' করা হল পর্যটকদের। পহেলগাঁওয়ের এই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে পুরুলিয়ার বাসিন্দা মণীশ রঞ্জনের। হায়দরাবাদে কর্মরত ছিলেন তিনি। পেশায় গোয়েন্দা অফিসার (আইবি) মণীশকে তাঁর স্ত্রী, পুত্রের সামনেই গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। ছুটিতে পরিবারকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন মণীশ। আর সেটাই কাল হল তাঁর। ভূ-স্বর্গে বেড়াতে যাওয়ার খেসারত দিতে হল নিজের প্রাণের বিনিময়ে। আর তাঁর স্ত্রী-পুত্রের মনে-মাথায় সারাজীবনের জন্য ছাপ রেখে যাব ২০২৫ সালের ২২ এপ্রিল। যতদিন, যতবার, যেভাবেই এই দিনটার কথা মনে পড়বে শিউরে উঠবেন তাঁরা। কাশ্মীরে গিয়ে প্রকৃতির অপূর্ব রূপ দেখার বদলে আজীবনের ক্ষত নিয়ে ফিরতে হবে তাঁদের। 

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা হয়েছে গতকাল ২২ এপ্রিল। সাধারণ পর্যটকদের উপর গুলিবৃষ্টি করা হয়েছে। ধর্মীয় পরিচয় জেনে একের পর এক পর্যটককে নিশানা করা হয়েছে। পহেলগাঁওয়ের এই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে বাংলার আরও ২ বাসিন্দার। বৈষ্ণবঘাটার বিতান অধিকারী এবং বেহালার সমীর গুহ, নিহত হয়েছেন। অন্তত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। দুই বিদেশি নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, মঙ্গলবারের এই জঙ্গি হানায় প্রায় ৪০ রাউন্ড গুলি চালানো হয়েছে। অত্যাধুনিক অস্ত্র নিয়ে মুখোশে মুখ ঢেকে হাজির হয়েছিল জঙ্গিদের দল। এই হামলার দায় শিকার করেছে পাক ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন TRF। 

কেউ ঘুরে বেড়াচ্ছিলেন। কেউ ঘোড়ায় চড়ছিলেন। কেউ চা খাচ্ছিলেন। তো কেউ ভেলপুরী। এমন সময় আচমকাই জঙ্গল থেকে বেরিয়ে আসে জঙ্গিরা। সূত্রের খবর, নাম-পরিচয় জিজ্ঞাসা করার পরই গুলি চালাতে শুরু করে তারা। কাউকে একদম পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। কেউ দৌড়ে পালানোর চেষ্টা করলে পিছন থেকে গুলি মারা হয়। কারও মাথায়, কারও ঘাড়ে, কারও পিঠে গুলি লাগে। পহেলগাঁওয়ের ‘মিনি সুইৎজ়ারল্যান্ড’ হিসেবে পরিচিত সবুজে ঢাকা বৈসরণ উপত্যকায় ঘুরতে গিয়ে এভাবেই কার্যত টার্গেট কিলিংয়ের শিকার হলেন দেশের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা ! সূত্রের খবর, পুলিশের পোশাক পরে এসে হামলা চালিয়েছে জঙ্গিরা।