একটি ভিডিওতে জিয়ার মা-কে বলতে শোনা গিয়েছে, উনি আমায় লন্ডন থেকে আসলে বলেন। জানান, দয়া করে একবার আসুন, কিছু ভীষণ গুরুত্বপূর্ণ প্রমাণ এসেছে। আমি এলাম। তিনি বলেন, ‘ও শুনুন, সলমন খান আমায় ফোন করেছিলেন, রোজই করেন, বলেন, অনেক টাকা ঢেলেছেন উনি, যেন ছেলেটাকে হেনস্থা, হয়রানি করা না হয়, জিজ্ঞাসাবাদ করে চাপ দেওয়া না হয়, ওর গায়ে হাত না পড়ে। তাহলে আমরা কী করি ম্যাডাম?’
জিয়ার মা বলেছেন, এটাই যদি পরিস্থিতি হয়, তদন্ত বানচাল করতে চাপ আসে, অর্থবল, ক্ষমতা কাজে লাগানো হয়, তবে জানি না, নাগরিকরা কোথায় যাবেন? আমার আবেদন, এর বিরুদ্ধে রুখে উঠুন, প্রতিবাদ করুন, বলিউডে এই নোংরা প্রভাব, আচরণ বন্ধ করুন।
জিয়ার মা আরও বলেছেন, বলিউডে বদল চাই, বলিউডকে জেগে উঠতে হবে। বলিউডকে ধমকানো, চমকানো শেষ করতে হবে পুরোপুরি।
সুশান্ত গত রবিবার মাত্র ৩৪ বছর বয়সে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্য়াটে আত্মঘাতী হন বলে জানিয়েছে পুলিশ। তাদের বক্তব্য, সুশান্ত মানসিক অবসাদে ভুগছিলেন, তার চিকিত্সাও চলছিল। ‘ছিছোরে’ সাফল্য পেলেও গত ৬ মাসে সাতটি ছবি তাঁর হাত থেকে বেরিয়ে যায় বলেও জানিয়েছে তারা।