দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন সইফ ও করিনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Sep 2018 10:00 AM (IST)
নয়াদিল্লি: কয়েকদিন আগেই শাহিক কপূর ও তাঁর স্ত্রী মীরার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। এরইমধ্যে করিনা কপূর জানিয়েছেন, তৈমুরের পর এবার তাঁর দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন।সম্প্রতি নিজের বন্ধু অমৃতা অরোরার সঙ্গে কোমল নাহাটার শো-তে গিয়েছিলেন করিনা। ওই শো-তেই একটি প্রশ্নের উত্তরে করিনা বলেছেন, আমি ও সইফ দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছি। তবে এ সব কিছু দুই বছর পর হবে। উল্লেখ্য, ২০১৬-র ২০ ডিসেম্বর সইফ আলি খান ও করিনার প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়েছিল। করিনা ও সইফ তৈমুরকে কখনওই সংবাদমাধ্যমের কাছ থেকে দূরে রাখেননি। তৈমুরের বিভিন্ন ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সন্তানের জন্মের পর জীবন কতটা বদলে গিয়েছে, এই প্রশ্নের উত্তরে করিনা বলেছেন, এখন আগের মতো খুব সময় দিতে তিনি পারেন না। সেই সব সিনেমার জন্যই তিনি চুক্তি করবেন, যেগুলির কাজ ৫০ দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। তিনি আরও বলেছেন, এখন বোধহয় বছরে দু-তিনটি সিনেমা করতে পারব না। কিন্তু প্রতি বছর একটা করে সিনেমা করতে চাই। সম্প্রতি তৈমুরকে সঙ্গে নিয়ে করিনা ও সইফ ছুটি কাটাতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন কুণাল, সোহা ও ইনায়াও। সবাই মিলে ছুটির আনন্দ জমিয়ে উপভোগ করেছেন। সোহা তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ছুটি কাটানোর কিছু ছবি পোস্ট করেছিলেন।