লন্ডন: বৃথা গেল লোকেশ রাহুল ও ঋষভ পন্থের দুরন্ত লড়াই। পঞ্চম তথা শেষ টেস্টে ইংল্যান্ডের কাছে ১১৮ রানে হারল ভারত। এর ফলে, পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতল ইংল্যান্ড। দিন ও ম্যাচ ভারত বাঁচাতে পারে কি না তা দিয়েই এদিনের খেলা শুরু হয়েছিল। রাহানে ও রাহুল শুরুটা ভালই করেছিলেন। ১১৮ রান যোগ করেন। রাহানে আউট হওয়ার পর পন্থের সঙ্গে ম্যাচ বাঁচানোর লড়াই শুরু করেন রাহুল। ষষ্ঠ উইকেটে এই দুজন রেকর্ড ২০৪ রানের পার্টনারশিপ করেন। রাহুল তাঁর কেরিয়ারের পঞ্চম শতরান (১৪৯) করেন। পন্থও তাঁর প্রথম শতরানের (১১৪) স্বাদ পান। কিন্তু, তা ম্যাচ বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। মহম্মদ শামির উইকেট জেমস অ্যান্ডারসন তুলে নিতেই শেষ হয়ে যায় ভারতের লড়াই। এই উইকেটের মাধ্যমে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট-সংগ্রহকারী শিরোপা প্রাক্তন অস্ট্রেলীয় বোলার গ্লেন ম্যাকগ্রার থেকে ছিনিয়ে নিলেন অ্যান্ডারসন।
বৃথা রাহুল-পন্থের শতরান, পঞ্চম টেস্টে ইংল্যান্ড জিতল ১১৮ রানে, ৪-১ ব্যবধানে সিরিজ খোয়াল ভারত
Web Desk, ABP Ananda | 11 Sep 2018 10:32 PM (IST)