মুম্বই: 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবির চর্চা চলছে এখনও। ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই নানা বিতর্ক তৈরি হয়েছিল। পাশাপাশি প্রত্যাশাও তৈরি হয়েছিল দর্শকদের মনে। আর সেই প্রত্যাশা ব্যাপক প্রভাব ফেলেছে বক্স অফিস কালেকশনে। বিপুল পরিমাণ ব্যবসা করেছে এই ছবি। পাশাপাশি বিভিন্ন মহল থেকে প্রশংসায় পেয়েছে এই ছবি। আর 'দ্য কাশ্মীর ফাইলস'-এর এই ব্যাপক সাফল্যের পর নতুন ছবির ঘোষণা করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। জানিয়ে দিলেন এবার তিনি নতুন কোন 'ফাইল' খুলতে চলেছেন।


আগামী ছবির ঘোষণা 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীর-


এদিন 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানালেন যে, তাঁর আগামী ছবির নাম হতে চলেছে 'দ্য দিল্লি ফাইলস' (The Delhi Files)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি লেখেন, 'যে সমস্ত মানুষ 'দ্য কাশ্মীর ফাইলস' দেখেছেন, তাঁদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। গত চারটে বছর ধরে আমরা অনেক পরিশ্রম করেছি। সততার সঙ্গে, কঠোর পরিশ্রমের সঙ্গে কাজ করেছি। হতে পারে অনেকের ভাবাবেগে আঘাত লেগেছে। কিন্তু কাশ্মিরী হিন্দু পণ্ডিতদের জীবনের যে যন্ত্রণার গল্প ঢাকা পড়ে ছিল, তা সকলের সামনে তুলে ধরা খুবই দরকার ছিল।' এই পোস্টের পরই আগামী ছবির নাম ঘোষণা করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। জানিয়ে দেন তাঁর আগামী ছবির নাম হতে চলেছে 'দ্য দিল্লি ফাইলস'।



আরও পড়ুন - RGV on KGF 2: 'কেজিএফ চ্যাপ্টার টু'-এর সাফল্য প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য রামগোপাল ভার্মার


প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির সমালোচকদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার মনে হয় এটা অসাধারণ একটা সোশ্যাল সার্ভিস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বোঝা যায়, অশুভ শক্তি কে আর শুভ শক্তি কে। আমি পোলারাইজের মতো শব্দ ব্যবহার করতে চাই না। যাঁরা মানুষের অধিকার, মানুষের গুরুত্ব এবং মানবিকতাকে গুরুত্ব দেবে এমন মানুষকে আমাদের দরকার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত রকমের মানুষের মধ্যে পার্থক্যটা টের পাওয়া যায়। কে খারাপ আর কে ভালো, সমস্ত পার্থক্য বোঝা যায়।' এরপরই সমালোচকদের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য করেন পরিচালক। তিনি বলেন, 'কেন আমি কোনও সন্ত্রাসবাদীকে কোনও কথা বলব।'