মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গতকাল মুক্তি পেয়েছে 'কেজিএফ চ্যাপ্টার টু' (KGF Chapter 2)। মুক্তির আগে থেকেই এই ছবিকে কেন্দ্র করে প্রত্যাশা চরমে ছিল। কিছুটা আন্দাজ করা যাচ্ছিল যে, 'কেজিএফ চ্যাপ্টার টু' মুক্তি পেলেই তার বেশ বড়সড় প্রভাব পড়বে বক্স অফিসে। যেমনটা আন্দাজ করা গিয়েছিল, তেমনটাই হল। প্রথমদিনই সমস্ত রেকর্ড ভেঙে দিল এই ছবি। ইতিমধ্যেই জানা গিয়েছে, প্রথমদিন 'কেজিএফ চ্যাপ্টার টু' ব্যবসা করেছে প্রায় ১৩৫ কোটি টাকার। আর এই বিপুল পরিমাণ ব্যবসার প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক রামগোপাল ভার্মা (Ram Gopal Varma)। জানালেন, কীভাবে এত টাকার ব্যবসা করতে পেরেছে এই ছবি।
'কেজিএফ চ্যাপ্টার টু'-এর সাফল্য প্রসঙ্গে রামগোপাল ভার্মা-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'কেজিএফ চ্যাপ্টার টু'-এর ব্যবসা প্রসঙ্গে একটি পোস্ট করেছেন রামহোপাল ভার্মা। তিনি লেখেন, ''কেজিএফ চ্যাপ্টার টু'-এর এই বিশাল সাফল্য প্রমাণ করে দিল যে টাকা খরচ করা দরকার ছবি তৈরিতে। বড় তারকার আরও বড় পারিশ্রমিকে খরচ করা নয়। তবেই এই ব্যাপক সাফল্য আসবে।' 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবিতে অভিনয় করেছেন যশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন ও আরও অনেক অভিনেতাকে।
রামগোপাল ভার্মার টুইটে তৈরি বিতর্ক-
পরিচালক রামগোপাল ভার্মার 'কেজিএফ চ্যাপ্টার টু'-এর সাফল্য প্রসঙ্গে টুইটের পরই বিতর্ক দেখা দিয়েছে নানা মহলে। বলিউডে এমন অনেক তারকাই রয়েছেন, যাঁদের পারিশ্রমিকের অঙ্ক জানলে চোখ কপালে ওঠে। তিনি কি নাম না করে তাঁদের উদ্দেশেই ইঙ্গিত দিতে চাইলেন? প্রশ্ন উঠেছে। সাধারণ নেট নাগরিকরাও কেউ কেউ পরিচালকের এই মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন। আবার কেউ কেউ অন্য কথাও বলছেন।
আরও পড়ুন - Alia Ranbir Wedding: রণবীর-আলিয়ার বিয়ে মিটতেই আবেগপ্রবণ পোস্ট সোনি রাজদানের
প্রসঙ্গত, প্রথম দিনে দেশজুড়ে ১৩৪ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে 'কেজিএফ: চ্যাপ্টার ২'। এতদিনের সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। 'কেজিএফ চ্যাপ্টার ২' ছবিতে খলনায়ক অধীরার চরিত্রে দেখা গেছে বলিউড তারকা সঞ্জয় দত্তকে। অভিনেত্রী রবিনা ট্যান্ডনকে দেখা যায় ভারতের কাল্পনিক প্রধানমন্ত্রী রমিকা সেনের চরিত্রে। এছাড়াও ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে প্রকাশ রাজ, অনন্ত নাগ, শ্রীনিধি শেট্টি প্রমুখদের দেখা গেছে। এমনিতেই গত বছরে সঞ্জয় দত্ত ও রবিনা টন্ডনের লুক রিলিজ হতেই শোরগোল ফেলেছিল অনুরাগীদের মধ্যে। ২০১৮ সালে মুক্তি পায় 'কে জি এফ চ্যাপ্টার ১' ছবিটি। সেই থেকে অনুরাগীরা দ্বিতীয় পর্ব মুক্তির অপেক্ষায় ছিলেন। প্রশান্ত নীল পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি বেশ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। বিশেষত অভিনেতা যশের অভিনয় মনে দাগ কেটেছিল সকলের।