মুম্বই: দীপাবলির (Diwali 2023) আবহে মুক্তি পেয়েছে 'টাইগার ৩' (Tiger 3), আর সলমন অনুরাগীরা প্রেক্ষাগৃহের অন্দরেই নিয়ে গেলেন আতসবাজি (firecrackers)। সেখানেই ওড়ালেন রকেট। ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এই কাণ্ডের কথা জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন স্বয়ং টাইগারও। কী বললেন ভাইজান?


'টাইগার ৩' চলাকালীন প্রেক্ষাগৃহেই ফাটল আতসবাজি, 'বিপজ্জনক', প্রতিক্রিয়া সলমন খানের


১২ নভেম্বর প্রেক্ষাগৃহে হাজির হয় 'টাইগার ৩' আর কিছু অত্যুৎসাহী সলমন-অনুরাগী উচ্ছ্বসিত হয়ে প্রেক্ষাগৃহের অন্দরেই ফাটাতে শুরু করেন আতসবাজি। মহারাষ্ট্রের নাসিকের মোহন সিনেমা হলের ঘটনা। ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ দর্শককে নিজেদের প্রাণ বাঁচাতে ছুটে পালাতে দেখা যায় ভিডিওয়। প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ দায়ের করা হয়, আটকও করা হয় ২ জনকে। 


এই ঘটনার প্রেক্ষিতে সলমন খান (Salman Khan) এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'আমি 'টাইগার ৩' চলাকালীন প্রেক্ষাগৃহের মধ্যে আতসবাজি ফাটানোর কথা শুনলাম। এটি অত্যন্ত বিপজ্জনক। নিজেদের ও অন্যদের জীবন বিপদে না ফেলে বরং সকলে মিলে সিনেমাটা উপভোগ করুন। সাবধানে থাকুন।'


 






ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে যে সিনেমা হলের অন্ধকার পরিবেশ। পর্দায় সলমন খানকে দেখা যেতেই উচ্ছ্বাস, শিষের আওয়াজ। তারপরই হঠাৎ প্রবল শব্দে বাজি ফাটতে থাকে। আগুনের ঝলকানি, ধোঁয়ায় ভরে যায় চারিদিক, রকেট এদিক ওদিক উড়তে শুরু করে। কোনওটা দর্শকাসনের দিকে চলে যায়, তো কোনওটা পর্দার দিকেই। সাধারণ দর্শকের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রেক্ষাগৃহের মধ্যে 'দীপাবলি' পালন হতে পারে তাঁরা হয়তো আন্দাজ করেননি। বাজি ফাটা শেষ হলে গোটা প্রেক্ষাগৃহ ভরে যায় ঘন কালো ধোঁয়ায়। পুলিশ সূত্রে খবর প্রেক্ষাগৃহের মালিক থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তদন্ত শুরু হয়েছে। ২ জনকে আটকও করা হয়েছে বলে খবর সূত্রের। 


আরও পড়ুন: 'Tiger 3': 'টাইগার ৩' মুক্তির দিনে প্রেক্ষাগৃহের মধ্যে ফাটল আতসবাজি, দায়ের হল FIR, আটক ২






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial