মুম্বই: দক্ষিণী তারকা আল্লু অর্জুনের (Allu Arjun) ব্লকবাস্টার হিট ছবি 'পুষ্পা- দ্য রাইজ'-এ (Pushpa: The Rise) মেতে রয়েছে দেশের সিনেমাপ্রেমীরা। অবশ্য শুধু এমনটাই বলা যাবে না। 'পুষ্পা'র স্টাইলে মাতলেন গোটা বিশ্বের ক্রিকেটাররাও। সম্প্রতি 'পুষ্পা'র জনপ্রিয় গান 'শ্রিভাল্লি'তে ডান্স স্টেপ মিলিয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন অধিনায়ক ওয়ার্নারের মেয়েরাও পারফর্ম করেছেন এই গানে। এবার একই গানে পারফর্ম করলেন সুরেশ রায়না (Suresh Raina)। চেন্নাই সুপার কিংসের রায়না অবশ্য 'পুষ্পা'র হিন্দি ভার্সনের গানটিতে স্টেপ মিলিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডলে ভিডিওটি পোস্ট করে সুরেশ রায়না লিখেছেন, 'আমি থামতে পারছি না। আমার পক্ষ থেকে একটা চেষ্টা করেছি।'
শুধু নিজের 'পুষ্পা'র গানে পারফর্ম করেই থেমে থাকেননি সুরেশ রায়না। আল্লু অর্জুনকে জানিয়েছেন অভিনন্দনও। দক্ষিণী সুপারস্টারকে শুভেচ্ছা জানিয়ে সুরেশ রায়না লিখেছেন, 'ভাই আল্লু অর্জুন, কী অতুলনীয় পারফরম্যান্স যে তুমি করেছো, তার কোনও জবাব নেই। তোমার জন্য অনেক অনেক সাফল্যের শুভ কামনা রইল।'
আরও পড়ুন - Sunaina Roshan's Birthday: 'কিছু সম্পর্ক চিরকালীন', ফের একসঙ্গে হৃত্বিক-সুজান
প্রসঙ্গত, 'পুষ্পা দ্য রাইজ' ছবির পরিচালক সুকুমার আর এই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। সম্প্রতি দক্ষিণী ছবির তারকাদের ক্ষেত্রে দেখা গিয়েছে, রজনীকান্ত এবং কমল হাসানের পর সেখানকার প্রায় সব নায়করাই কম বেশি মানুষের কাছে জনপ্রিয়। কিন্তু এঁদের কেউ কেউ একটি ছবির দৌলতেই গোটা দেশজুড়ে বা আন্তর্জাতিক ক্ষেত্রে তারকা হয়ে উঠছেন। এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে বলা যায় প্রভাসের কথা। প্রভাস আগে অনেক দক্ষিণী ছবিই করেছিলেন। কিন্তু 'বাহুবলী' তাঁর জনপ্রিয়তাকে আকাশছোঁয়া করে দিয়েছে। ধনুশের ক্ষেক্ষেও একইরকমভাবে আসে 'রাঞ্ঝানা' ছবির নাম। এবার সেই তালিকায় যোগ হয়েছে আল্লু অর্জুনের নাম। 'পুষ্পা দ্য রাইজের' বিপুল বক্স অফিস কালেকশন নেট নাগরিকদের মধ্যে উন্মাদনা তৈরি করেছে। দক্ষিণী ছবির দেশজোড়া অনুরাগীদের বা হিন্দিভাষী অনুরাগীদের এখন চাহিদা কবে এরকমভাবেই হিন্দি ছবিতে দেখা যাবে দক্ষিণের অন্যতম সুপারস্টার মহেশবাবুকে।