মুম্বই: আস্কএসআরকে হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়েছিল প্রশ্নোত্তর পর্ব। টুইটারের এদিকে শাহরুখ খান। ওদিকে তাঁর ভক্তসমাজ। কিন্তু প্রথম প্রশ্নটাই যে এমন অবধারিত লেগ কাটার হয়ে তাঁর দিকে উড়ে আসবে, তা বোধহয় কিং খান নিজেও বোঝেননি। প্রশ্নোত্তরের জন্য তৈরি হয়ে কম্পিউটার খুলে বসার সঙ্গে সঙ্গে প্রথম প্রশ্ন, “উইল ইউ ম্যারি মি টুডে”? তবে হাজির জবাবের জন্য বলিউডে পরিচিত শাহরুখ জবাব দিতে দেরি করেননি। সঙ্গে সঙ্গে তাঁর উত্তর, “ম্যারি ম্যারি.... ডাজনট এনিবডি ওয়ান্ট টু বি ফ্রেন্ডস এনি মোর”?
অর্থাৎ, ফের প্রমাণিত, বয়স ৫০ টপকে গেলেও শাহরুখের আবেদন একটুও কমেনি। ছবি হয়তো বক্স অফিসে্ ফ্লপ কিন্তু নিজের প্রেমিকের মধ্যে এখনও সেই ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’-র রাজকেই দেখতে চায় মহিলামহল। নতুন উঠে আসা নায়কদের সঙ্গে ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়লেও ভক্তদের হৃদয়ে এখনও ‘রাজ’ করছেন কিং খান। সত্যিই!