কলকাতা: ঘোষণা হয়েছিল বেশ কিছুদিন। ২০২২ সালে এক ডজন গল্প নিয়ে আসছে 'উরিবাবা' (Uribaba)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সেই সিরিজের প্রথম গল্প 'আহাম্মক'-এর (Ahammok) ট্রেলার। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ছন্দক চৌধুরী (Chhandak Chowdhury), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee) ও রেমো (Remoo)। এছাড়াও ওয়েব সিরিজে দেখা যাবে অন্বেষ ভট্টাচার্য, বিশ্বরূপ বিশ্বাস, যুধাজিৎ সরকার, অমিত সাহা ও শান্তনু চট্টোপাধ্যায়। অরিজিৎ বন্ধু ঘোষের পরিচালনায় তৈরি হচ্ছে সিরিজটি।


আরও পড়ুন: চেহারায় মাতৃত্বের আভা, মা হচ্ছেন ঘোষণা করার পর প্রথমবার জনসমক্ষে সোনম কপূর


 


'আহাম্মক'-দের কথা


ইতিমধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছে 'আহাম্মক'-এর বাকি এপিসোডগুলিগুলি। কেমন হল নতুন সিজনে কাজ করার অভিজ্ঞতা? অনুরাধা ওরফে অদৃজা বলছেন, 'আগের সমস্ত এপিসোড গুলোতেই আমরা ভীষণ মজা করে কাজ করেছি। দর্শকেরা ভালোও বেসেছেন। আশা করি 'আহাম্মক'-এর নতুন এপিসোডও দর্শকদের ভালো লাগবে। শ্যুটিং করতে করতে মনে হত, আমরা কলেজ জীবনে ফিরে গিয়েছি। সেই মজা আর হুল্লোড়ে কাজ করতাম। যারা স্কুল থেকে কলেজে উঠেছেন বা সদ্য কলেজ পাশ করেছেন তাঁদের ছুঁয়ে যাবে এই বন্ধুত্বের গল্প।'


একই সুর পর্দার জোজো ওরফে রেমোর গলাতেও। বলছেন, 'আমরা সবাই হয়ত গল্প করি, আড্ডা দিই, কিন্তু হাসির কাজ বা বন্ধুত্বের কথা ছবিতে বলি না। বন্ধুত্বের গল্পই বলবে আহাম্মক। একসঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। টিম হয়ে কাজ করেছি সবাই।' সায়ন ওরফে ছন্দক বলছেন, 'আহাম্মক বন্ধুত্বের গল্প। কলেজ জীবনের বদমাইশি, স্মৃতি, নস্ট্যাজিয়ার গল্প বলে আহাম্মক। কাজ করতে করতে মনে হত, আমরা কলেজ জীবনেই ফিরে গিয়েছি। এটা একটা দারুণ অভিজ্ঞতা।'


ইঞ্জিনিয়ারিং কলেজে সাসপেন্ড হয়ে যাওয়া তিন বন্ধু মহানন্দে ঠিক করেছে ক্যাম্পাসিংয়ের টেনশন ভুলে আপাতত গোয়ায় গিয়ে মজা করবে। কিন্তু সেই প্ল্যান মন্দারমনি হয়ে, গার্জিয়ান কল থেকে ঝাড়-ফুঁক-তুক-তাক সেরে এসে দাঁড়ায় এমন এক জায়গায় যেখানে বন্ধুত্বটা আদৌ টিকবে কি না সেটাই প্রশ্ন!