কলকাতা: ঘোষণা হয়েছিল দিন কয়েক আগেই। ২০২২ সালে এক ডজন গল্প নিয়ে আসছে 'উরিবাবা' (Uribaba)। মুক্তি পেল সেই সিরিজের প্রথম গল্প 'আহাম্মক'-এর (Ahammok) ট্রেলার। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ছন্দক চৌধুরী (Chhandak Chowdhury), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee) ও রেমো (Remoo)। এছাড়াও ওয়েব সিরিজে দেখা যাবে অন্বেষ ভট্টাচার্য, বিশ্বরূপ বিশ্বাস, যুধাজিৎ সরকার, অমিত সাহা ও শান্তনু সাহা। অরিজিৎ বন্ধু ঘোষের পরিচালনায় তৈরি হচ্ছে সিরিজটি।


ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, 'এক ডজনের প্রথম চমক, "আহাম্মক"। কলেজের কম্পিটিশন শুধুমাত্র এক্সামের নাম্বারে সীমাবদ্ধ থাকে না, তার সঙ্গে সামিল হয় ল্যাদ, হ্যাল, ৱ্যাগিং, প্রেম, ট্রিপ, ভূত, ভবিষ্যৎ আরও কত কী। আর এই সব কিছুর মধ্যে foot note-এর মতো ঢুকে পড়ে প্রিন্সিপাল, সুপারম্যান, সাসপেনশন অর্ডার  ইত্যাদি, এই সব নিয়ে GEN Y-দের  মোক্ষলাভের জার্নি হল আহাম্মক।' (অপরিবর্তিত)


 



ইঞ্জিনিয়ারিং কলেজে সাসপেন্ড হয়ে যাওয়া তিন বন্ধু মহানন্দে ঠিক করেছে ক্যাম্পাসিংয়ের টেনশন ভুলে আপাতত গোয়ায় গিয়ে মজা করবে। কিন্তু সেই প্ল্যান মন্দারমনি হয়ে, গার্জিয়ান কল থেকে ঝাড়-ফুঁক-তুক-তাক সেরে এসে দাঁড়ায় এমন এক জায়গায় যেখানে বন্ধুত্বটা আদৌ টিকবে কি না সেটাই প্রশ্ন! 


আরও পড়ুন: Khela Jawkhon: 'গোরা-পুপে' জুটিকে ১ জুলাই অন্যরূপে বড়পর্দায় আনছেন অরিন্দম, সৌজন্যে 'খেলা যখন'


মাত্র ছয়মাসেই দর্শকদের ভালোবাসায় ছয়লাপ হয়েছে উরিবাবা। দর্শকেরা উরিবাবার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে তাঁদের পছন্দের সিরিজ নিয়ে বিভিন্ন বক্তব্য রেখেছেন, হাজার হাজার মানুষ জানতে চেয়েছেন তাঁদের প্রিয় সিরিজের দ্বিতীয় সিজন আসবে কি না। দর্শকদের কাছে উরিবাবার একমাত্র লক্ষ্য ‘এক সে বড় কর এক’ ওয়েব সিরিজ উপস্থাপনা করা, তাই এই মাসেই খুলে গেল এক ডজন ওয়েবসিরিজের ঝাঁপি। সমস্ত বয়সের দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে বারোটা ভিন্ন ধরনের ওয়েব সিরিজ। বারো মাস ধরে বারো গল্পে মজিয়ে রাখতে আসছে উরিবাবা। মার্চ মাসেই মুক্তি পাবে 'আহাম্মক'।