কলকাতা: শ্যুটিং শেষ হয়েছিল আগেই। আর এবার ঘোষণা হল 'খেলা যখন' ছবির মুক্তির তারিখ। অরিন্দম শীল পরিচালিত, মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায় (Mimi Chakraborty, Arjun Chakrabarty and Susmita Chatterjee) অভিনীত 'খেলা যখন' মুক্তি পাবে চলতি বছরের ১ জুলাই।
'খেলা যখন' প্রেমের ছবি নয়, সাইকোলজিক্যাল থ্রিলার। এই ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। ‘গানের ওপারে’, ‘বাপি বাড়ি যা’, ‘ক্রিসক্রস’-এর পর আবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে। জানা গিয়েছে, ছবিতে মিমির চরিত্রের নাম ঊর্মি। কোমা থেকে ফিরে এসেছে সে। অতীত এবং বর্তমানের সঙ্গে অনবরত লড়াই করে যেতে হয় তাঁকে। একটি ভয়াবহ গাড়ি দুঘর্টনায় ছেলেকে হারিয়ে ফেলে ঊর্মি ও সাগ্নিক। এরপর তার মৃত শিশুকে নিয়ে অনবরত দুঃস্বপ্ন দেখে ঊর্মি। তার স্বপ্নে এমন কিছু ঘটনা আসতে থাকে যার বাস্তব কোনও ভিত্তি নেই। বাস্তব না স্বপ্ন, কোনটা সত্যি! দর্শকদের প্রশ্নের মুখে দাঁড় করাবে 'খেলা যখন'।
আজ ছবিটির পোস্টার শেয়ার করে অরিন্দম শীল (Arindam Sil) লিখেছেন, 'গত ২ বছর থেকে আমরা এই কাজটি করতে চেয়েছিলাম। ৩টি প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে এই ছবিটি।'
আরও পড়ুন: 'বাংলার সংস্কৃতি আর ইতিহাস মেশানোর চেষ্টা করি ছবিতে', ২১ অক্টোবর সোনাদাকে নিয়ে ফিরছেন ধ্রুব
অন্যদিকে আজই ঘোষণা হয়েছে অরিন্দম শীলের অপর ছবি ব্যোমকেশ-এর মুক্তির দিন। ১১ অগাস্ট বড়পর্দায় আসবে ব্যোমকেশ। সেই ছবি নিয়ে পরিচালক বলছেন, 'আমি এখনও পর্যন্ত যতগুলো ছবি বানিয়েছি, ব্যোমকেশ সবসময়েই তার মধ্যে বিশেষভাবে কাছের। আরও একটা কথা আমি অবশ্যই বলব, এসভিএফ না থাকলে এই কাজ করা সম্ভব ছিল না। ব্যোমকেশের মত ছবি বানাতে যে বিশাল প্রেক্ষাপট প্রয়োজন, তা এসভিএফ ছাড়া অসম্ভব। ক্যামেলিয়া প্রোডাকশনও এই ছবির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। বইতে এই গল্পটা অসমাপ্ত, আর তাই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই গল্পকে রুপোলি পর্দায় সম্পূর্ণ করা আমার আর পদ্মনাভর কাছে একটা বড় চ্যালেঞ্জ। আশা করছি দর্শক যেমন করে ব্যোমকেশের আগের সমস্ত ছবিগুলোকে ভালোবেসেছেন, এই ছবিকেও ভালোবাসবেন। এসভিএফ আর ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা একটা বাংলা ছবির জন্য জুটি বাঁধছে। বাংলা ছবির জন্য এটা একটা খুব ভালো বিষয়।'