কলকাতা: গোটা ভারত তাঁকে নিয়ে ভাসছে উচ্ছ্বাসে, উদযাপনে। তবে অল্লু অর্জুন (Allu Arjun) বরাবরই পরিবারকেন্দ্রিক মানুষ। আজ মুক্তি পেল তাঁর নতুন ছবি 'পুষ্পা ২' (Pushpa 2)। আর তার আগে, সোশ্যাল মিডিয়ায় তাঁর ১০ বছরের ছেলে আয়ানের কাঁচা হাতে লেখা একটি চিঠি শেয়ার করে নিলেন অভিনেতা। গোটা চিঠি জুড়ে অপটু হরফে লেখা কেবলই গর্বের কথা, ভালবাসার কথা। সোশ্যাল মিডিয়ায় অল্লুর শেয়ার করা এই পোস্ট এখন ভাইরাল। 'পুষ্পা ২' মুক্তির আগে আয়ানের এই শুভেচ্ছাবার্তাই বোধহয় অল্লুকে ছুঁয়ে গেল সবচেয়ে বেশি।


কি লেখা রয়েছে আয়ানের সেই চিঠিতে? আয়ান লিখছে, 'প্রিয় নানা, আমায় তোমায় এই চিঠিটা লিখছি কেবল মাত্র এটা বোঝানোর জন্য যে আমি তোমায় নিয়ে কতটা গর্বিত। তোমার সাফল্য, তোমার কঠিন পরিশ্রম, কাজের প্রতি অনুরাগ.. সবকিছু নিয়েই আমি গর্বিত। তোমায় যখন আমি এক নম্বর হিসেবে দেখি, আমার মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে উপরে রয়েছি। আজ একটা বিশেষ দিন, পৃথিবীর সবচেয়ে বড় অভিনেতার ছবি মুক্তি পাচ্ছে আজ। আমি বুঝতে পারছি তোমার মধ্যে কী কী মিশ্র অনুভূতি কাজ করছে। আমি কেবল একটা কথাই বলব, পুষ্পা কেবল একটা সিনেমা নয়, এটা সিনেমাকে নিয়ে তোমার যে অনুরাগ, সেটা প্রদর্শনের একটা সফর। তোমার এবং তোমার গোটা টিমকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা।'


আয়ান আরও লিখছে, 'দর্শকদের প্রতিক্রিয়া যাই হোক না কেন.. তুমি সবসময় আমার চোখে সেরা নায়ক আর অনুপ্রেরণা। গোটা বিশ্বে তোমার হাজার হাজার অনুরাগী রয়েছে। কিন্তু মনে রেখো, আমি সবসময় তোমার অনুরাগীদের মধ্যে এক নম্বর জায়গাটা দখল করে রাখব। চিরকাল তোমার ভাল চাইব। ইতি তোমার গর্বিত ছেলে। আমার নানা, আমার ভালবাসা, আমার হৃদয় ও আত্মা।'


অল্লুকে ছুঁয়ে গিয়েছে এই চিঠি। সোশ্যাল মিডিয়ায় এই চিঠির ছবি শেয়ার করে অল্লু অর্জুন লিখেছেন, 'আয়ানের ভালবাসা আমায় ছুঁয়ে গিয়েছে। এখনও পর্যন্ত আমার পাওয়া অন্যতম একটা সেরা পাওনা। এমন পাওনা পেয়ে আমি ধন্য।'


 






আরও পড়ুন: Pushpa 2: 'পুষ্পা ২' দেখতে গিয়ে মৃত্যু মহিলা অনুরাগীর, আশঙ্কাজনক অবস্থা ৯ বছরের ছেলেরও


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।