কলকাতা: ইধিকা পাল (Idhika Paul), সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)-র পরে আরও এক ছোটপর্দায় অভিনেত্রীর অভিষেক হতে চলেছে বড়পর্দায়। রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র নতুন ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta), যিনি আপাতত পরিচিত ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-র মিশকা হিসেবেই। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)-র মতো দুঁদে অভিনেতাদের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন অহনা। 


এখনও ছবির নাম ঠিক হয়নি, তবে জোরকদমে শ্যুটিং চলছে রাজ চক্রবর্তীর নতুন ছবির। সাত বছর পরে এসভিএফের (SVF) প্রযোজনায় কাজ করছেন রাজ। এই ছবিতে রয়েছেন, অনসূয়া মজুমদার (Anashua Majumdar) ও সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)-ও। এক বাবা ছেলের সম্পর্কের গল্প তৈরি হচ্ছে রাজের নতুন এই ছবি, বলবে এক পারিবারিক গল্প। 


এই ছবিতেই ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে দেখা যাবে অহনাকে। এই প্রথম বড়পর্দায় কাজ করছেন অহনা। নতুন এই অভিনেত্রী সম্পর্কে আজ এবিপি লাইভকে (ABP Live) দেওয়া সাক্ষাৎকারে রাজ বললেন, 'এই ছবিতে অহনা কাজ করছে। ও এই প্রথম বড়পর্দায় অভিনয় করছে। ঋত্বিকের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ওকে। ভীষণ ভাল অভিনেত্রী ও, কে বলবে এটা ওর প্রথম ছবি। খুব ভাল কাজ করছে।' ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'-তে নেতিবাচক চরিত্রে অভিনয় করতেন অহনা। তবে তিনি বেশ জনপ্রিয় ছিলেন দর্শকদের মধ্যে।


অহনার বিপরীতে দেখা যাবে ঋত্বিককে। তাঁকে নিয়ে পরিচালক রাজ এবিপি লাইভকে বলছেন, 'ঋত্বিকের কাছে যখনই যে চরিত্র নিয়ে গিয়েছি ও আমায় ফেরায়নি। এই চরিত্রটা হয়তো অন্য কেউ করতে চাইত না। ভীষণ ধূসর একটা চরিত্র এটা। চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য ও নিজেকে নিংড়ে দেয়। ঋত্বিক কোনও নেতিবাচক চরিত্র করলে সেটাকে এমন পর্যায়েই নিয়ে যায়, সেখানে লোকের ওকে দেখলে মারতে ইচ্ছা করবে।'


 






আরও পড়ুন: Mithun Exclusive: চুল কেটে, মেকআপ ছাড়াই শ্যুটিং, মিঠুনদা চলে আসেন সময়ের আগেই: রাজ | ABP Ananda Live


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।