কলকাতা: হঠাৎ নতুন করে হৃদরোগে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। আজ সকাল ১০টা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তাঁর শরীরে এর আগে থেকেই বিভিন্ন জটিলতা রয়েছে। রক্তচাপ বিপদজনকভাবে ওঠানামা করছে। হাসপাতাল সূত্রে খবর, সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। চিকিৎসকদের তৎপরতায় আপাতত সেই পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। তবে অভিনেত্রীর অবস্থা বেশ সংকটজনক।
প্রার্থনা। ঈশ্বরের কাছে প্রার্থনা প্রিয় মানুষকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারে, এই বিশ্বাস তো বহু যুগের। এই কথাই ২ দিন আগে শোনা গেল সব্যসাচীর পোস্টে। সব্যসাচী লিখেছিলেন, 'কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। কোনও অলৌকিকের জন্য প্রার্থনা করুন। অলীক কিছুর জন্য প্রার্থনা করুন। সমস্ত প্রতিবন্ধকতার সঙ্গে ও লড়াই করছে।'
আরও পড়ুন: Anjan Dutta: টাকা-যশের মোহের মধ্যে তিনি যেন কঠোর বাস্তব, 'হামি ২' -র ট্রেলারে প্রশংসিত অঞ্জন দত্ত
সব্যসাচীর পোস্ট দেখে বুক কেঁপে উঠেছিল অনেকেরই। তাঁর পোস্টে তো সবসময় আশার কথাই থাকে। ঐন্দ্রিলা অসুস্থ হয়ে পড়ার পরে সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'নিজের হাতে করে ওকে নিয়ে এসেছি, নিজের হাতে করেই ওকে ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা হবে না'। সেই সব্যসাচীর পোস্টে এমন কালো ছায়া কেন? বুক বাঁধছেন অনুরাগীরা, এমনকি চিকিৎসকেরাও। বয়স কম ঐন্দ্রিলার, তাই শরীরে লড়াই করার ক্ষমতা অনেকটাই।
তবে আজ সকালের হৃদরোগে নতুন করে সংকটজনক হয়েছে ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি। তাঁর ব্রেন স্ট্রোকের পর মাথায় অপরেশন করা হয়েছিল। তার বিপরীতদিকে নতুন করে রক্ত জমাট বেঁধেছে। ওষুধ দিয়ে সেটা কমানোর চেষ্টা রয়েছে। পাশাপাশি সংক্রমণও রয়েছে ঐন্দ্রিলার শরীরে। বদলে ফেলা হয়েছে অ্যান্টিবায়োটিকও।
ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করছে গোটা ইন্ডাস্ট্রি। ঐন্দ্রিলা তো বার বার কঠিনতম পরীক্ষাই দিয়ে এসেছে। ফিনিক্স হয়ে। আবার ওজন ঝরিয়ে অভিনয়ে ফিরেছে। আবারও সেই ম্যাজিকেরই অপেক্ষা করছে সবাই।