কলকাতা: হাসপাতালের পোশাক, হাতে স্যালাইন, ওষুধের চ্যানেল করা, মাথায় টুপি.. নাচ করছেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। ক্যানসারের কষ্টকর চিকিৎসা দমাতে পারেনি তাঁকে কোনোদিন। ঐন্দ্রিলা বার বার বলেছেন, শারীরিক কষ্ট তিনি চিরকালই জয় করে এসেছেন মানসিক শক্তি দিয়ে। সেই প্রমাণই যে দিচ্ছে এই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় 'বুনু'-র পুরনো ভিডিও শেয়ার করে নিলেন দিদি ঐশ্বর্য্য শর্মা (Aishwarya Sharma)।
সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করে নিয়েছেন ঐন্দ্রিলার দিদি। তখন ঐন্দ্রিলার বয়স খুব অল্প। তিনবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। প্রথমবার অস্থিমজ্জার ক্যানসার, দ্বিতীয়বার ফুসফুসের ক্যানসার ও তৃতীয়বার ক্যানসার ছড়িয়ে গিয়েছিল ব্রেনে। শেষ লড়াইটা হেরে গিয়েছিলেন ঐন্দ্রিলা, কিত গত দুটো লড়াই জিতে গিয়েছিলেন তিনি। ফিরে এসেছিলেন জীবনের স্বাভাবিক ছন্দে। গত সেই লড়াইয়ের একঝলক এখনও ঝলমল করছে ঐন্দ্রিলার দিদির ওয়ালে।
আরও পড়ুন: Rituparna Sengupta: লস অ্যাঞ্জেলসে প্রিয়ঙ্কার বাড়িতে ঋতুপর্ণা
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য্য লিখছেন, 'শক্তি ,সাহস ,যুদ্ধ, জয়ের আর এক নাম আমার বুনু'। সত্যিই তো তাই। ঐন্দ্রিলা হারতে পারেন না এই বিশ্বাস যেন মানুষের মনে ঢুকিয়ে দিয়েছিলেন তিনিই। আর তাই তৃতীয়বার ব্রেন স্ট্রোক হয়ে যখন হাসপাতালে ভর্তি হলেন তিনি, তখন সবাই ভেবেছিলেন এবারও ফিরে আসবেন লড়াকু মেয়েটা। বছর ২৪ এর মেয়েটার জন্য প্রার্থনা করেছিলেন প্রত্যেকেই। এইবার আর সবার বিশ্বাসকে সত্যি করে ফিরতে পারলেন না ঐন্দ্রিলা। ২০ নভেম্বর যখন তরুণী ঐন্দ্রিলা চলে গেলেন সবাইকে ছেড়ে, তখন অনেকেই যেন বিশ্বাস করতে পারেননি প্রথমটা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে মেনে নিতে হচ্ছে, ঐন্দ্রিলা নেই.. সত্যিই নেই। তবে মানুষ, অনুরাগীরা চিরকাল মনে রাখবেন তাঁকে। লড়াইয়ের আরেক নাম হিসেবে।