কলকাতা: আজ রাখিবন্ধন। ভাইবোনের সম্পর্ককে উদযাপন করার দিন। কিন্তু দুই বোনের সম্পর্ক? সেখানেও তো থাকে সমান স্নেহ আর ভালবাসা। অনেকে এখন বোনের হাতেও রাখি বাঁধেন। আজ রাখিপূর্ণিমায়, বোনের ছোট্ট ভিডিও শেয়ার করে নিলেন দিদি। তবে আনন্দে নয়, এ কেবলই স্মৃতিচারণা। মারণরোগ বোনকে কেড়েছে গতবছরই। ২০২২ সালে তরুণ অভিনেত্রী পাড়ি দিয়েছিলেন অজানার উদ্দেশে। আর রাখির দিন, বোন ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma)-র পুরনো ভিডিও শেয়ার করে স্মৃতিমেদুর অভিনেত্রীর দিদি ঐশ্বর্য্য শর্মা (Aishwarya Sharma)।
ঐন্দ্রিলা না থেকেও যেন রয়েছেন সবার মধ্যে, প্রতি মুহূর্তে। তাঁর দীর্ঘ লড়াই আজও অনুপ্রেরণা বহু মানুষের কাছে। ফেসবুক প্রোফাইলে এখনও লেখা ঝলমলটা করছে.. ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। 'আ গার্ল উইথ আ বিগ ড্রিম (A girl with a big dream)'। তিনি স্বপ্ন দেখতে ভালবাসতেন। বাঁচতে ভালবাসতেন। পারলেন না। জীবন যুদ্ধে তৃতীয়বার আর জয়ী হতে পারলেন না ঐন্দ্রিলা। ক্যানসারে ২ বার আক্রান্ত হয়েও ফিরে আসা, ঝাঁঝরা শরীরে লড়াই করা, ঐন্দ্রিলা যেন আক্ষরিক অর্থেই যোদ্ধা। তবে শেষবার আর ফেরা হয়নি তরুণ এই প্রতিভার। ২০২২ সালের ২০ নভেম্বর সব ফেরার আশা চিরকালের জন্য শেষ করে চলে যান তিনি।
সোশ্যাল মিডিয়ায় রাখির দিনে তাঁর একটি পুরনো ভিডিও শেয়ার করে নিয়েছেন দিদি ঐশ্বর্য্য শর্মা। পেশায় তিনি চিকিৎসক। তবে তাঁর প্রোফাইল ভরা থাকে ছোট বোনের স্মৃতিতে। হামেশাই মোবাইলে জমিয়ে রাখা ছোট বোনের স্মৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি। সদ্য শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, লাল পোশাকে একটি বারন্দায় বসে রয়েছেন ঐন্দ্রিলা, উদাস চোখে তাকিয়ে রয়েছেন দূরের দিকে। সামনে সবুজ জঙ্গল আর সেখানে অঝোরে ঝরে পরছে বৃষ্টি।
পরের দৃশ্যে একটি সবুজ মাঠের মধ্যে হাঁটছেন ঐন্দ্রিলা। টি-শার্টে লেখা, 'ফরএভার ২১'। কখনও তিনি হাঁটছেন, কখনও আবার পিছন ফিরে তাকাচ্ছেন ক্যামেরার দিকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে যে কেবল ঐশ্বর্য্য স্মৃতিমেদুর হয়েছেন তা নয়, আবেগে ভেসেছেন সবাই। অনুরাগীরা কমেন্টবক্সে শেয়ার করে নিয়েছেন মনখারাপের কথা।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে অভিনেত্রীর দিদি লিখেছেন, 'প্রতিদিন যেন আরও একটু করে বেশ কঠিন হয়ে যাচ্ছে। রাখিবন্ধনের ভালবাসা বোনু'।
আরও পড়ুন: Rituparna-Ritwick: প্রথমবার একসঙ্গে ঋতুপর্ণা-ঋত্বিক, ইন্দ্রাশীষ নিয়ে আসছেন 'গাজনের ধুলোবালি'