কলকাতা: 'নীহারিকা'-র সাফল্যের পরে নতুন ছবির ঘোষণা পরিচালক ইন্দ্রাশীষ আচার্য্যের (Indrasis Acharya)। এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)-কে। তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন নবাগত শ্রেয়া সিংহ (Shreya Sinha)। থাকছেন, লোকনাথ দে (Loknath Dey), দেবপ্রসাদ হালদার (Deboprasad Halder), শুভঙ্কর মোহান্ত (Subhankar Mohanta), দীপক হালদার (Deepak Halder), অপূর্ব বার (Apurba Bar) এবং উমা বন্দ্যোপাধ্যায় (Uma Banerjee)। এছাড়াও থাকছেন, আজিমগঞ্জ থিয়েটারের কর্মীরা।


এই ছবিতে একজন খ্যাতনামা সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে ঋত্বিককে। তাঁর স্ত্রী অমৃতার ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা। ঋত্বিকের চরিত্রের নাম অরিন্দম। একটি কাজে বেরিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান অরিন্দম। সারা রাত পরেও যখন সে বাড়ি ফেরেন না, তখন থানায় অভিযোগ করতে যান স্ত্রী অমৃতা। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, অরিন্দমের সঙ্গে কাজ করতে শ্রীতমা। এই চরিত্রে দেখা যাবে নবাগতা শ্রেয়াকে। শ্রীতমা অমৃতাকে নিয়ে আসে সেই গ্রামে, যেখানে কাজ করতেন অরিন্দম। ধীরে ধীরে উন্মোচিত হয় সেই এলাকার চমকপ্রদ সব সত্যি। এই ঘটনা নিয়েই ইন্দ্রাশীষের নতুন ছবি। সিনেমাটির নাম, 'গাজনের ধুলোবালি'। 


ছবিতে মিউজিকের দায়িত্বে রয়েছেন জয় সরকার (Joy Sarkar)। চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন খোদ পরিচালক ইন্দ্রাশীষ আচার্য্য ও পরিচালক লুব্ধক চট্টোপাধ্যায়। শব্দ পরিগ্রহণ সুকান্ত মজুমদার। পোশাক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন অবর্ণ রায়। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে প্রমোদ ফিল্মস। ছবিটি  প্রতীক চক্রবর্তীর নিবেদনে তৈরি হবে। ছবির গল্প লিখেছেন ইন্দ্রাশীষ নিজেই। খুব তাড়াতাড়ি শুরু হবে এই ছবির শ্যুটিং।


ছবিটির নাম, গাজনের ধুলোবালি (Dust & Pebbles)। কেন এই ধরণের নাম, সেই অর্থ লুকিয়ে রয়েছে ছবির গল্পে। কেবল সম্পর্কের টানাপোড়েন বা দুই নারীর সম্পর্কের গল্প নয়, এই ছবি তুলে ধরবে এক গ্রামের ছবিও যেখানে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। ইন্দ্রাশীষের আগের ছবি নীহারিকাও সম্পর্কের গল্প বলেছিল। একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছিল এই ছবি। একাধিক নারীচরিত্র, তাদের বিভিন্ন বয়স আর তাঁদের বিভিন্ন সম্পর্কের টানাপোড়েন ও সমীকরণ নিয়ে তৈরি হয়েছে এই গল্প। নতুন ছবি ঠিক কোন সমীকরণ প্রকাশ্যে আনে, সেটাই দেখার।


আরও পড়ুন: Rakhi Purnima Exclusive: ৩১ বছর পরে ফের ভাইবোনের চরিত্রে, ভিক্টরকে রাখীর শুভেচ্ছা অনুসূয়ার