কলকাতা: দু বার ক্যানসার জয়.. জীবন ও স্বাভাবিকই কাটছিল ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। হঠাৎ ১ নভেম্বর বিপর্যয়। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা । তখনই তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি হাসপাতালে। সিটি স্ক্যান করে জানা যায়, ব্রেন হ্যামারেজ হয়ে ঐন্দ্রিলার মাথার বাঁ দিকে রক্ত জমাট বেঁধেছে । 


তখনই ভেন্টিলেশনে দেওয়া হয় অভিনেত্রীকে । সেই রাতেই মাথায় অস্ত্রোপচার হয়ে ঐন্দ্রিলার । হ্যামারেজের কারণেই অস্ত্রোপচার হয় তাঁর। অস্ত্রোপচার সফল হয় । ভেন্টিলেটরে থেকেও ধীরে ধীরে ঐন্দ্রিলার স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল । কিন্তু অপরেশনের ১০ দিন পর থেকে হঠাৎ অবনতি হতে শুরু করে ঐন্দ্রিলার । হাসপাতালের চিকিৎসকেরা বারে বারে ওষুধ বদল করতে থাকে অভিনেত্রীর । কিন্তু কিছুই ফলপ্রসূ হয় না ।                                                                           


আরও পড়ুন:Aindrila Sharma Demise: ঐন্দ্রিলা শর্মা.. 'একটা মেয়ে যে স্বপ্ন দেখতে ভালবাসে'               


অস্ত্রোপচারের ১০ দিন পরে আবার মাথার বাঁদিকে একটি স্ট্রোক হয় ঐন্দ্রিলার । এরপরে ডানদিকে আরও একটি স্ট্রোক হয় ঐন্দ্রিলার। অন্যান্য হাসপাতাল থেকে চিকিৎসকেরা আসেন, কিন্তু উন্নতি হয়নি তরুণী অভিনেত্রীর স্বাস্থ্যের । ১৭ তারিখ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। সিপিআর দিয়ে সেই পরিস্থিতির সামাল দেওয়া হয় ।                           


এরপর শনিবার অর্থাৎ ১৯ তারিখ সন্ধেয় ফের একবার 'মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট'-এ আক্রান্ত হন ঐন্দ্রিলা । পরিস্থিতি খারাপ হতে থাকেন তখন থেকেই । শনিবার রাতে পর পর ১০ বার হার্ট অ্যাটাক হয় ঐন্দ্রিলার । রবিবার দুপুরে আর লড়াই করতে পারলেন না ঐন্দ্রিলা । অনিয়ন্ত্রিত রক্তচাপ, তাপমাত্রা... সবকিছুই যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল ধীরে ধীরে । ঐন্দ্রিলাও যেন ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিলেন.. রবিবার দুপুরে আর পারলেন না ঐন্দ্রিলা। দুবারের মতো তৃতীয়বার আর ফেরা হল না ফিনিক্স হয়ে ।