কলকাতা: তাঁদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য চলে গিয়েছে ২ বছর পার হয়েছে গিয়েছে। মেয়ের চলে যাওয়ার যন্ত্রণা বুকে নিয়েই দিন কাটছিল পরিবারের। কিন্তু এর মধ্য়েই আরও এক বিপর্যয়। চতুর্থবার ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা শিখা শর্মা। এর আগেই একাধিকবার ক্যানসারে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলার মা। ব্লাড ক্যানসার রয়েছে তাঁর। তবে এবার, ফের একবার ক্যানসার থাবা বসিয়েছে তাঁর শরীরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কিন্তু সবসময়ে মায়ের পাশে রয়েছেন বড় মেয়ে ঐশ্বর্য্য।
সোশ্যাল মিডিয়ায় সদ্য হাসপাতাল থেকে মায়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন ঐশ্বর্য্য। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় ঐশ্বর্য্য। পাশাপাশি একটি ইউটিউব চ্যানেলও চালান তিনি। সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্য্য মায়ের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন, সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের পোশাক পরে হাঁটছেন ঐন্দ্রিলার মা আর তাঁর পাশে পাশে ক্যাথিডার ধরে হেঁটে যাচ্ছেন ঐশ্বর্য্য। মা ঐশ্বর্য্যকে নিয়ে মজার মজার কথা বলছেন, ঐশ্বর্য্যের মুখেও হাসি। তবে জানা যাচ্ছে, ক্যানসারের জন্যই হাসপাতালে ভর্তি রয়েছেন ঐশ্বর্য্যের মা। নেটদুনিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই ঐন্দ্রিলার অনুরাগীরা তাঁর মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ঐন্দ্রিলার মা শিখা স্বাভাবিক জীবনযাপন করলেও, তিনি একজন ক্যানসার যোদ্ধা। তবে সেই সমস্যা নিয়েই বাঁচেন তিনি। ২০২২ সালের ২০ নভেম্বর, মাত্র ২৫ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে মহাশূন্যে পাড়ি দেন ঐন্দ্রিলা। তার আগে, ক্যানসারের সঙ্গে তাঁর দীর্ঘ লড়াই চলেছিল। কেমো নিতে গিয়ে পড়ে গিয়েছিল সমস্ত চুল। ঐন্দ্রিলা হার মানেননি। মাত্র ২৫ বছরের মেয়েটার প্রাণশক্তি ছিল অফুরন্ত। নিজের ওই সংক্ষিপ্ত জীবনেও ২ বার ক্যানসারে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। রাজ্যের বাইরে নিয়ে গিয়ে তাঁকে চিকিৎসাও করানো হয়েছিল। তাঁর পরিবারের পাশাপাশি, গোটা লড়াইয়ে তাঁর পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী। তবে শেষরক্ষা করা যায়নি। মাত্র ২৫ বছর বয়সে প্রয়াত হন ঐন্দ্রিলা। আর এবার, ফের একবার ক্যানসারে আক্রান্ত ঐন্দ্রিলার মা, তাঁর আরোগ্য কামনা করছেন সবাই।
আরও পড়ুন: Sonu Sood News : ১০ লক্ষ টাকার জালিয়াতিতে কীভাবে জড়ালেন? সব প্রশ্নের জবাব দিলেন সোনু সুদ নিজেই