US Plane Missing in Alaska: আলাস্কার উদ্দেশে রওনা হয়েছিল মার্কিনি বেরিং বিমান। বিমানে ছিলেন ৯ জন যাত্রী এবং একজন বিমানচালক। কিন্তু রহস্যজনকভাবে মাঝ আকাশেই উধাও হয়ে যায় আস্ত বিমানটি। আলাস্কার নোম এলাকার কাছেই নিখোঁজ হয়েছে সেই বিমান। তদন্ত, অনুসন্ধান চলছে। দুপুর ২টো ৩৭ মিনিটে উনালাক্লিট থেকে উড়ান নিয়েছিল (US Plane Missing) এই বিমানটি। আর দুপুর ৩টে ১৬ নাগাদ আলাস্কার বেরিং সাগর পার্শ্বস্থ নর্টন সাউন্ড এলাকায় এই বিমানকে শেষবারের মত দেখা গিয়েছিল। তারপর থেকেই আর খোঁজ মেলেনি এই বিমানের। মার্কিন উপকূলরক্ষী (Plane Missing) জানিয়েছেন যে শেষবার যখন এই বিমানকে দেখা যায় তখন সেটি সমুদ্র উপকূল থেকে ১২ মাইল দূরে ছিল।


নোম ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। বিমান উদ্ধারের জন্য টিম প্রস্তুত। নোমের ফায়ার ডিপার্টমেন্টের স্বেচ্ছাসেবক জানান, 'একটি বেরিং এয়ার ক্যারাভানের নিখোঁজ হওয়ার খবরেই আমরা এখন অনুসন্ধান চালচ্ছি। নোম এবং হোয়াইট মাউন্টেন এলাকায় সক্রিয়ভাবে তল্লাশি চালানো হবে এবং এই ঘটনার সাম্প্রতিকতম খবরাখবর জানানো হবে সময়ে সময়ে'।


জলে পড়ে গিয়েছে বিমান


নোমের এক বাসিন্দা যার নাম ওয়াল্টার রোজ সমাজমাধ্যমে জানিয়েছেন যে পুলিশ তাঁকে তার নৌকোটি চালু অবস্থায় আছে কিনা জানতে চেয়েছিলেন এবং জলে সেই নিখোঁজ বিমানের অস্তিত্ব খুঁজে দেখছে পুলিশ। তবে সেই পুলিশরা আর নৌকো ব্যবহার করতে ফিরে আসেনি। এক্স হ্যান্ডলে ওয়াল্টার রোজ পোস্ট করেছেন, 'আজ বিকেল ৪টে ৫০ নাগাদ বেরিং এয়ারের একটি বিমান নোমের প্রায় ২৫ মাইল দক্ষিণ-পূর্বে নেমেছে, প্রায় ৪৫ মিনিট আগে পুলিশ আমার দরজার কাছে এসে জিজ্ঞেস করছিল আমার নৌকোটি চালু আছে কিনা। তবে এখনও পর্যন্ত সেই বিমানের কোনো খবর মেলেনি।


সম্প্রতি নোমের এক বাসিন্দা জানিয়েছেন, 'এটি খুবই ছোট্ট একটি শহর। মাত্র ৩৫০০ জন মানুষ এখানে থাকেন। আর্কটিক সার্কলের ঠিক নিচেই এই শহর অবস্থিত। কোনো জরুরি ট্রান্সপন্ডার কাজ করছে বলে মনে হয় না। বাইরে তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি, পুলিশেরা কোনো ইতিবাচক ইঙ্গিত না পেয়েই এখানে এসে তল্লাশি চালাচ্ছে। তিন মাইল পর্যন্ত সমুদ্র জমে বরফ হয়ে আছে।'


আরও পড়ুন; RBI MPC Meeting : এবার কালঘাম ছুটবে প্রতারকদের, রিজার্ভ ব্যাঙ্ক নিল এই সিদ্ধান্ত