কলকাতা: ছোট বোনের জন্মদিন। বড় আনন্দে কাটার কথা এই বিশেষ দিনটি। শুভেচ্ছাবার্তা, কেক, উপহারে ভরিয়ে দেওয়ার ইচ্ছা সকল দিদিরই থাকে। কিন্তু সেই বোন যে চোখের সামনেই নেই। কালের নিয়মে আরও একটি জন্মদিন এসে উপস্থিত। কিন্তু সেই মিষ্টি হাসির মেয়েটিকে চাইলেও চোখের সামনে পাওয়া যাবে না। তিনি ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma Birth Anniversary)। যাঁকে চেনেন না এমন বাঙালি কমই আছেন। যাঁর লড়াইয়ের কথা জানেন না, তেমন বাঙালিও নেই বললেই চলে। ৫ ফেব্রুয়ারি ঐন্দ্রিলার জন্মদিন। বোনের একটি মিষ্টি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন দিদি ঐশ্বর্যা শর্মা (Aishwarya Sharma)।


'দিদিভাই তোকে সবচেয়ে বেশি ভালবাসে'


অ্যাবস্ট্রাক্ট প্রিন্টেড শাড়ি, কোমরে বেল্ট, হালকা মেকআপ। আয়নায় দাঁড়িয়ে 'মিরর সেলফি'। হয়তো কোনও শ্যুট বা অনুষ্ঠানের আগে তৈরি হয়ে নিজের সাজ ফ্রেমবন্দি করেছিলেন। মুখে হালকা মিষ্টি হাসি। এমনই একটি ছবি পোস্ট করলেন ডাক্তার ঐশ্বর্যা শর্মা। ছবিটি তাঁর বোন, প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। আজ তাঁর জন্মদিন। 


এদিন ছবি পোস্ট করে ঐশ্বর্যা লেখেন, 'শুভ জন্মদিন সুন্দরী... এই আনন্দের দিনটি বারবার ফিরে আসুক... দিদিভাই তোকে সবচেয়ে বেশি ভালবাসে।' খুব সাধারণ শুভেচ্ছাবার্তা হলেও এর নেপথ্যে থাকা ভারী হৃদয় কারও অজানা নয়। ঐশ্বর্যার পোস্টে অনুরাগীদের আবেগঘন কমেন্ট। একজন লেখেন, 'এক ঝলক দেখে ভাবলাম ও ফিরে এসেছে। যেখানেই থাকো ভাল থেকো।' আবার একজন লেখেন, 'শুভ জন্মদিন ঐন্দ্রিলা, যেখানে থেকো সুস্থ হয়ে থেকো... আর যেন কোনও বাবা মা বোন না কাঁদে।' কেউ লিখলেন, 'আজও বড্ড মিস করি'। এছাড়াও উপচে পড়া শুভেচ্ছাবার্তা জানান দিল, আজও ঐন্দ্রিলা দর্শকের কাছে একইরকমের প্রিয় থেকে গেছেন, তাঁর মিষ্টি হাসি, লড়াই চালিয়ে যাওয়ার অদম্য জেদ আজও মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।


 






আরও পড়ুন: Mithun Chakraborty: 'কাবুলিওয়ালা' দেখে আবেগে ভেসেছে বাঙালি, তবে বিদেশের মাটিতে কতটা সমাদৃত হলেন মিঠুন?


২০১৫ সালে প্রথম অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। ২০১৬ পর্যন্ত চিকিৎসা চলে। তারপর পুরোপুরি সুস্থ হয়েই বাড়ি ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা। শুরু করেছিলেন অভিনয়ও। কিন্তু এরপর আবার ২০২১ সালে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে অভিনেত্রীর। হঠাৎ কাঁধে ব্যথা হওয়ায় দিল্লি পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। চিকিৎসা করতে গিয়ে জানা যায়, ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। ডানদিকের ফুসফুসে ছিল টিউমার। আবার ক্যানসারের সঙ্গে লড়াই শুরু হয় অভিনেত্রীর। সুস্থও হয়ে ওঠেন। এরপর ২০২২ সালের ১ নভেম্বর ব্রেন স্ট্রোক হয় তাঁর। তারপর ২০ নভেম্বর। শেষ ২০ দিনের লড়াই থামিয়ে মাত্র ২৪ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন তরুণী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। এক রবিবারের দুপুরে যেন নিমেষে অন্ধকার নেমে আসে। শোকস্তব্ধ হয়ে পড়েন তাঁর সহকর্মীরা, শোকের ছায়া নামে গোটা বিনোদন দুনিয়ায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।