কলকাতা: তিনি নেই। কিন্তু ২৪ বছরের মেয়েটার স্মৃতি এখনও অমলিন সবার মনে। কিছু চরিত্র বোধহয় কখনও ভোলা যায় না। আর তাই ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)-র স্মৃতিতে পুরনো ধারাবাহিককে ফিরিয়ে আনছে একটি প্রথম সারির চ্যানেল। ঐন্দ্রিলার 'জিয়নকাঠি' আবার সম্প্রচারিত হবে আগামীকাল থেকে। 


সান বাংলা ফিরিয়ে আনছে 'জিয়নকাঠি' (Jiyon Kathi)-র চরিত্র জাহ্নবীকে। আগামীকাল থেকে বিকেল সাড়ে ৫টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এখনও অনুরাগীরা ভুলতে পারেননি এক যোদ্ধার চলে যাওয়া। অনেকের কাছেই ঐন্দ্রিলা ছিল অনুপ্রেরণার অন্য নাম। আর তাই, ২৪ বছরের তরতাজা মেয়ের সামনে যতই কঠিন লড়াই আসুক, সে কখনও হারতে পারে না একথা যেন মনে গেঁথে গিয়েছিল সবার। কিন্তু ঐন্দ্রিলাও রক্তমাংসের মানুষ। তারও ফুরিয়ে এসেছিল লড়াই করার ক্ষমতা। 


২০১৫ সালে প্রথম অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। ২০১৬ পর্যন্ত চিকিৎসা চলে। তারপর পুরোপুরি সুস্থ হয়েই বাড়ি ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা। শুরু করেছিলেন অভিনয়ও। কিন্তু এরপর আবার ২০২১ সালে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে অভিনেত্রীর। হঠাৎ কাঁধে ব্যথা হওয়ায় দিল্লি পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। চিকিৎসা করতে গিয়ে জানা যায়, ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। ডানদিকের ফুসফুসে ছিল টিউমার।


ভেঙে পড়েছিলেন তরুণী অভিনেত্রী। চিকিৎসা করাতেই চাননি। তখন একবার কেমোথেরাপির যন্ত্রণা পার করে এসেছিলেন তিনি। কিন্তু পরিবারের সদস্য, মা-বাবা-দিদি আর প্রেমিক সব্যসাচীর জন্যই আবার ক্যানসারের সঙ্গে লড়াই শুরু হয় অভিনেত্রীর। সুস্থও হয়ে ওঠেন। পরবর্তীকালে স্বাভাবিক জীবনে ফিরে ঐন্দ্রিলা জানিয়েছিল, সব্যসাচী ও পরিবারের সবাই তাঁকে মানসিকভাবে এতটাই আগলে রেখেছিলেন যে শারীরিক কষ্টকে জয় করার শক্তি এসেছিল তাঁর মধ্যে।


এরপর ফের স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলে অভিনেত্রী। লাইটস... ক্যামেরা... অ্যাকশনের দুনিয়ায় ফিরেছিলেন তিনি। একটি সিনেমা, ও একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি।                                                                                                                


আরও পড়ুন: FIFA Fever On 'Devdas': 'ওয়াকা ওয়াকা'-র তালে পা মেলাচ্ছেন মাধুরী-ঐশ্বর্য্য? ফুটবল জ্বরে আক্রান্ত বলিউডও


১ নভেম্বর হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। তারপরে ২০ দিনের লড়াই। ঐন্দ্রিলা আপ্রাণ চেষ্টা করেছিলেন বাঁচার। পারলেন না। ২৪ বছর বয়সে থেমে গেল এক 'ফিনিক্স' হওয়ার লড়াই। ফিরলেন না ঐন্দ্রিলা। আর সেই লড়াকু অভিনেত্রীকে আগামীকাল থেকে ফের একবার ছোটপর্দায় জীবন্ত হয়ে দেখতে পাবেন দর্শক।