নয়াদিল্লি: দর্শকাসনে পাশাপাশি অভিষেক বচ্চন (Abhishek Bachchan), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও আরাধ্যা বচ্চন (Aradhya Bachchan)। বিচ্ছেদের গুঞ্জনকে হাওয়ায় উড়িয়ে স্বামীর টিমের জন্য করলেন চিয়ার! বচ্চন পরিবারকে একসঙ্গে দেখা গেল 'প্রো কাবাড্ডি লিগ'-এর (Pro Kabaddi League) গ্যালারিতে। হাসিখুশি আনন্দে মজেই দেখা গেল গোটা পরিবারকে।
বিচ্ছেদের জল্পনার মাঝেই আনন্দের খেলায় মাতলেন বচ্চন পরিবার
'প্রো কাবাড্ডি লিগ'-এর খেলা আপাতত চলছে মুম্বইয়ে। সেখানে 'জয়পুর পিঙ্ক প্যান্থার্স'-এর (Jaipur Pink Panthers) প্রথম ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন দলের মালিক অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন। সঙ্গে ছিলেন ঐশ্বর্যা ও আরাধ্যাও। স্বামীর টিমের জন্য চিয়ার করতে দেখা গেল 'গুরু' অভিনেত্রীকে।
'স্টার স্পোর্টস ইন্ডিয়া'র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের জার্সি পরে গ্যালারিতে হাজির বচ্চন পরিবার। অমিতাভ বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন ও আরাধ্যা বচ্চনকে দেখা গেল অভিষেকের টিমের সমর্থনে গলা ফাটাতে। টিম এগোতে দেখা গেল অভিষেকের মুখেও হাসি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই ভিডিওর ক্যাপশনে তারকাদের উপস্থিতির কথা উল্লেখ করে জয়পুরের টিমের জয়ের কথা ঘোষণা করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন, উপস্থিত ছিলেন জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মুম্বই লেগে প্রথম গেমে জয় দেখতে।'
২০২২ সালের টুর্নামেন্ট বিজয়ী অভিষেক বচ্চনের দলের সমর্থনে তখনও ছিলেন ঐশ্বর্যা ও আরাধ্যা। এবার সেই দলে যোগ দিলেন অমিতাভ বচ্চন। এর আগে বচ্চন পরিবারকে একসঙ্গে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিল। এছাড়া শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য নন্দর ডেবিউ ছবি 'দ্য আর্চিস'-এর স্ক্রিনিংয়েও দেখা গিয়েছিল গোটা পরিবারকে। 'খুব সুন্দর ও গোটা টিমকে অনেক শুভেচ্ছা', ছবি দেখে প্রতিক্রিয়া দেন ঐশ্বর্যা। অগস্ত্যর প্রথম ছবিতে তাঁকে সাপোর্ট করার জন্য হাজির ছিলেন জয়া বচ্চন, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, নব্যা নভেলি নন্দ, শ্বেতা বচ্চন, আরাধ্যা বচ্চনও।
২০০৭ সালে অভিষেক ও ঐশ্বর্যার চার হাত এক হয়। এই বছর তাঁদের বিয়ের ১৭তম বর্ষ। ২০১১ সালে তাঁদের সন্তান আরাধ্যার জন্ম হয়। সম্প্রতি বলিউডে জোর জল্পনা ওঠে তাঁদের বিচ্ছেদ প্রসঙ্গে। যদিও বারবার একসঙ্গে সর্বসমক্ষে এসে সেই জল্পনায় জল ঢেলেছেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।