নয়াদিল্লি: প্রবীণ গীতিকার জাভেদ আখতারের (Javed Akhtar) সমালোচনায় এবার 'অ্যানিম্যাল' ('Animal' Makers) ছবির নির্মাতারা। এই ছবির সাফল্য দেখে কটাক্ষ করেছিলেন গীতিকার। এবার তারই পাল্টা তোপ দাগলেন নির্মাতারা। কী বলেছিলেন জাভেদ আখতার? পাল্টা কী বলা হল নির্মাতাদের তরফে?


'অ্যানিম্যাল' ছবির সমালোচনা, জাভেদ আখতারকে পাল্টা নির্মাতাদের


১ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'অ্যানিম্যাল'। রণবীর কপূর, রশ্মিকা মান্দানা অভিনীত এই ছবি প্রবল বিতর্কের সম্মুখীন হলেও বক্স অফিসে তার কোনও প্রভাব পড়েনি। বিপুল সাফল্য লাভ করে এই ছবি। সেই প্রসঙ্গে প্রবীণ গীতিকার ও লেখক জাভেদ আখতার এই সাফল্যকে 'বিপজ্জনক' বলে মন্তব্য করেন। একটি ইভেন্টে গীতিকার সিনেমার অবস্থা নিয়ে চিন্তাপ্রকাশ করেন এবং এই ধরণের ছবির সাফল্য বিপজ্জনক বলে দাবি করেন। যদিও তিনি 'অ্যানিম্যাল' ছবির নাম নেননি। কিন্তু একটি বিতর্কিত দৃশ্যের প্রসঙ্গ তোলেন যা থেকে স্পষ্ট হয়ে যায় যে তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Vanga) পরিচালিত ছবির কথাই বলছেন। 


অনুষ্ঠানে জাভেদ আখতার বলেন, 'আমি বিশ্বাস করি আজ এটা নবীন পরিচালকদের জন্য পরীক্ষার সময় যে তাঁরা কোন ধরনের চরিত্র তৈরি করতে চান যা দেখে সমাজ হাততালি দেবে। যেমন ধরুন, যদি কোনও সিনেমায় এক ব্যক্তি এক মহিলাকে তার জুতো চেটে দিতে বলে, বা যদি কোনও ব্যক্তি বলেন মহিলাদের চড় মারা ভুল নয় এবং সেই ছবি সুপার ডুপার হিট হয়, তাহলে তা অত্যন্ত বিপজ্জনক।'


 






স্পষ্টতই, তিনি 'জুতো চাটা'র যে দৃশ্যের কথা বলছিলেন তা 'অ্যানিম্যাল' ছবির। সেখানে রণবীর কপূরের চরিত্র জোয়া অর্থাৎ তৃপ্তি দিমরির চরিত্রকে নিজের ভালবাসা প্রমাণ করতে জুতো চাটতে বলে। এবার গীতিকারের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন 'অ্যানিম্যাল' নির্মাতারা।


'অ্যানিম্যাল' ছবির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে এই মন্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা গীতিকারের 'শিল্প'কে 'বড় মিথ্যা' বলে তোপ দেগেছে। এক্স পোস্ট করে লেখা হয় 'যদি আপনার মতো ক্ষমতাশালী লেখক এক প্রেমিকের প্রতারণা না বুঝতে পারেন (জোয়া ও রণবিজয়ের মধ্যে) তাহলে আপনার সমস্ত শিল্পের ধরনই বড় মিথ্যা এবং যদি এক মহিলা (যে ভালবাসার নামে এক পুরুষের দ্বারা প্রতারিত হয়েছে ও বোকা হয়েছে) বলতেন 'আমার জুতো চাটো' তাহলে তো আপনারা সেটাকে নারীবাদ বলে উদযাপন করতেন। ভালবাসাকে লিঙ্গের রাজনীতি থেকে মুক্ত রাখুন। শুধু তাদের না হয় যুগলই বলুন। প্রেমিকা প্রতারণা করেছে ও মিথ্যা বলেছে। প্রেমিক বলেছে আমার জুতো চাটতে। এখানেই ইতি।' এরপরই লেখক জাভেদ আখতারের অফিসিয়ার এক্স হ্যান্ডলকে ট্যাগও করা হয়েছে। 


আরও পড়ুন: B Praak Show Stopped: উপচে পড়া ভিড় সামলাতে নাজেহাল পুলিশ, মাঝপথেই বন্ধ বি প্রাকের অনুষ্ঠান


প্রসঙ্গত, 'অ্যানিম্যাল' ছবির এই অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে প্রত্যেক তারকার সমালোচনার উত্তর দেওয়া হয়েছে। নেটিজেনদের একাংশের তরফে নির্মাতাদের এমন কীর্তির সমালোচনা করা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, 'যদি প্রত্যেক সমালোচনার এভাবে উত্তর দেওয়ার প্রয়োজন পড়ছে তাহলে আপনারাও জানেন যে একটা সমস্যার ছবি বানিয়েছেন।' আবার একজন লেখেন, 'আপনারা নিজেদের আলফা মেল বলছেন আবার প্রায় প্রত্যেকদিনই কারও না কারও মন্তব্যে প্রভাবিত হচ্ছেন।' অপর একজন লেখেন, 'কল্পনা করুন যে প্রতিটি সমালোচনামূলক মতামতের প্রতিক্রিয়া জানানোর মরিয়া প্রয়োজন শুধুমাত্র আপনাদের অনুমোদন এবং বৈধতার আশা প্রমাণ করে। তাছাড়া ছবিটি কতটা বিষাক্ত, সমস্যাযুক্ত এবং সামাজিকভাবে ক্ষতিকর তার প্রমাণ।' অনেক নেটিজেনের মতে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজেই নাকি সিনেমার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।