মুম্বই: পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। ক্রিআর্জ এন্টারটেইনমেন্ট সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে পরবর্তী ছবি করবেন রাকেশ। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এই ছবিতে থাকছেন ঐশ্বর্য। অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন, সেটা কিছুদিনের মধ্যেই ঠিক করে ফেলা হবে। এ বছরের শেষদিক থেকেই শুটিং শুরু হবে।

‘রং দে বাসন্তী’, ‘দিল্লি সিক্স’, ‘ভাগ মিলখা ভাগ’-এর মতো ছবি করেছেন রাকেশ। এখন তিনি ‘মেরে প্যারে প্রাইম মিনিস্টার’ ছবি নিয়ে ব্যস্ত। বস্তির চারটি বাচ্চার বন্ধুত্ব নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। মুম্বইয়ের বস্তিতে চলছে শুটিং।