কলকাতা: তাঁদের প্রেম শুরু হয়েছিল সিনেমার সেট থেকেই। 'ঢাই অক্ষর প্রেম কি' (Dhaai Akshar Prem Ke) ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। সালটা ছিল ২০০০। এরপরে ২০০৩ সালে 'কুছ না কহো' (Kuch Naa Kaho) ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সিনেমার সেট থেকেই শুরু হয় তাঁদের প্রেম। তবে জানেন কি, অভিষেক বচ্চনের (Abhishek Bacchan) থেকে বয়সে বড় ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। বয়সের পার্থক্য পেরিয়েই শুরু হয়েছিল তাঁদের প্রেম। জানেন কি ঐশ্বর্য্য রাই বচ্চন ঠিক কতটা বড় অভিষেকের থেকে? 


ঐশ্বর্য্য আর অভিষেকের মধ্যে বয়সের পার্থক্য ৩ বছর। ১৯৭৩ সালের ১ নভেম্বর ঐশ্বর্য্য রাইয়ের জন্মদিন। অন্যদিকে অভিষেক বচ্চনের জন্ম ১৯৭৬ সালের ৫ ফেব্রুয়ারি। অর্থাৎ ঐশ্বর্য্য রাইয়ের বয়স বর্তমানে ৫০ আর অভিষেক বচ্চনের বয়স ৪৮ বছর। তবে তাঁদের মধ্যে বয়স কোনও বাধাই হয়নি। তাঁরা প্রেম করেছেন চুটিয়ে। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ২০০৭ সালে। তাঁদের এক কন্যাও রয়েছে। নাম আরাধ্যা। তবে বর্তমানে অভিষেক আর ঐশ্বর্য্যের সম্পর্কে কিছু সমস্যা চলছে। শোনা যাচ্ছে ঐশ্বর্য্য নাকি আর জলসায় থাকছেন না। অন্যদিকে বাবা মায়ের সঙ্গেই থাকছেন অভিষেক। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে আলাদা আসা নিয়েই শুরু হয়েছিল জল্পনা। তবে বর্তমানে তাঁকের সম্পর্ক ঠিক কেমন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বা সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি তাঁরা। 


একবার, একটি সাক্ষাৎকারে ঐশ্বর্য্য রাই বচ্চন জানিয়েছিলেন, তাঁর কাছে 'হ্যাপি নিউ ইয়ার' ছবিটির অফার এসেছিল। কিন্তু সেই সময়েই তিনি জানতে পেরেছিলেন, অভিষেক বচ্চন নয়, তাঁকে ভাবা হয়েছে শাহরুখের বিপরীতে। এই প্রস্তাবে রাজি ছিলেন না ঐশ্বর্য্য। যে ছবিতে অভিষেক নিজে রয়েছেন, সেই ছবিতে নিনি অভিষেক নয়, শাহরুখের সঙ্গে প্রেম করবেন তা মেনে নিতে পারেননি রাইসুন্দরী। সেই কারণেই এই ছবিকে নাকচ করে দেন তিনি। পরবর্তীকালে তিনি জানিয়েছিলেন, এই ছবিতে যাঁরা যাঁরা কাস্টিং ছিলেন তাঁরা প্রত্যেকেই পূর্বপরিচিত তাই তাঁদের সঙ্গে কাজ করতে ভীষণ ভাল লাগত। কিন্তু যেহেতু অভিষেককে বাদ দিয়ে শাহরুখের সঙ্গে অনস্ক্রিন প্রেম করতে হবে তাঁকে, সেই কারণেই রাজি হননি ঐশ্বর্য্য। 


আরও পড়ুন: Aparajita on Shiboprosad: 'বহুরূপী' তোর শ্রেষ্ঠ অভিনয়.. কোনও খুঁত নেই', শিবপ্রসাদকে খোলা চিঠি অপরাজিতার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।