কলকাতা: গত কয়েকদিনে কয়েক দফায় নিরাপত্তা বেড়েছে সলমন খানের (Salman Khan)। শুধু বাড়ির বাইরে নয়, বাড়ির ভিতরেও নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হচ্ছে সলমন খানকে। তবে তার মধ্যেই তিনি শ্যুটিং চালিয়ে যাচ্ছেন 'বিগ বস'-এর নতুন সিজনের আর তাঁর নতুন ছবি 'সিকন্দর'-এর। ঠিক কী কী নিরাপত্তা মেনে চলতে হচ্ছে সলমন খানকে? সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন তাঁর বাবা সেলিম খান। তিনি জানিয়েছেন, যেহেতু সলমনের বাড়ির সামনে গুলি চলেছিল, সেই কারণে বর্তমানে বাড়ির বারন্দায় বেরনো নিষেধ সলমন খানের। এমনকি জানলার ধারেও জানাতে পারছেন না তিনি।
আজ এই পরিস্থিতির মধ্যেই বিগ বস-এর শ্যুটিংয়ে গিয়েছিলেন সলমন খান। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে এদিন ছিলেন ৬০ জন নিরাপত্তারক্ষী। বিগ বসের সেটেও বিশেষ কড়াকড়ি রয়েছে। শ্যুটিং চলাকালীন কাউকে সেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেট থেকে বেরতেও দেওয়া হচ্ছে না। আধার কার্ড দেখিয়ে তবেই তাঁদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। সেটে যথা সম্ভব কম মানুষজন রাখা হয়েছে। প্রসঙ্গত আজ সকালেই ফের একটি হুমকি পেয়েছেন সলমন খান। সেটা নিয়ে থানায় অভিযোগ দায়েরও করা হয়েছে। এই হুমকিতে বলা হয়েছিল, ৫ কোটি টাকা না দিলে লরেন্স বিষ্ণোইয়ের থেকেও খারাপ অবস্থা হবে।
সলমন খান তাঁর নিরাপত্তারক্ষীদের সংখ্যা বাড়িয়েছেন, কিনেছেন একটি বুলেটপ্রুফ গাড়িও। এদিনের দেওয়া সাক্ষাৎকারে সেলিম খান জানান, যেহেতু সলমনের বাড়ির সামনে গুলি চলেছে, সেই কারণে বর্তমানে জানলায় দাঁড়ানো নিষেধ সলমনের। তিনি মেনে চলছেন বিভিন্ন নিয়ম, সবটাই সাবধানতার জন্য। বাড়িতে সবাই চিন্তিত রয়েছেন বটে, তবে ব্যহত হয়নি স্বাভাবিক জনজীবন। প্রত্যেকেই নিজের নিজের কাজ করছেন। এমনকি নিয়মিত শ্যুটিংও করছেন সলমন। প্রসঙ্গত, আজ সেলিম খান বলেন, সলমন পশুপ্রেমী। সে তাঁর পোষ্য কুকুরের মৃত্যুতেই ভীষণ কান্নাকাটি করেছিলেন। একাধিক অসুস্থ পশুকে সুস্থ করে তুলেছেন সলমন খান। তিনি কখনোই কোনও প্রাণী হত্যা করতে পারেন না। তাঁর ওপর প্রাণীহত্যার অভিযোগ মিথ্যে।
আরও পড়ুন: Salman Khan: সলমন খানকে বাঁচাতে গিয়েই মৃত্যু হয়েছে বাবা সিদ্দিকির? মুখ খুললেন সেলিম খান
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।