কলকাতা: সবটাই কি গুঞ্জন? ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) আলাদা থাকার গুঞ্জন, অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) বাবা মায়ের সঙ্গে থাকার খবর.. সবটাই কি মিথ্যে খবর? সবটাই রটনা? গোটা নেটদুনিয়ার সেটাই মনে হল বৃহস্পতিবারের ছবিটা দেখে। এর আগে দীর্ঘদিন এক ফ্রেমে দেখা যায়নি অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও আরাধ্যা বচ্চন (Aradhana Bachchan) কে। তবে বৃহস্পতিবার বদলে গেল গোটা ছবিটাই। এদিন স্কুলে ক্রিসমাসের একটি বিশেষ অনুষ্ঠান ছিল আরাধ্যা বচ্চনের। আর সেই অনুষ্ঠান দেখতেই একসঙ্গে হাজির রইলেন গোটা বচ্চন পরিবার। 


আরাধ্যার স্কুলে সদ্যই একটি ক্রিসমাসের অনুষ্ঠান ছিল। সেখানে একটি নাটকে অংশ নিয়েছিলেন আরাধ্যা। তবে এই প্রথম নয়.. এর আগেও আরাধ্যা একটি অংশগ্রহণ করেছিলেন। সেই নাটকের বিভিন্ন ক্লিপিংস ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল আরাধ্যার সেই ক্লিপিংগুলি। অনেকেই বলেছিলেন, বচ্চন পরিবারের যোগ্য কন্যা। আর ফের একবার মঞ্চে আরাধ্যা। এদিন তিনি পরেছিলেন লাল একটি কোট। আর তাঁর হাত ধরেই পার্টিতে আসেন ঐশ্বর্য্য। নায়িকা পরেছিলেন একটি কালো রঙের পোশাক। আর ঠিক তার পিছনেই দেখা গেল অভিষেক বচ্চনকে। একই সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন অভিষেক ঐশ্বর্য্য। শুধু তাই নয়, পাশাপাশি বসে একটি শো-ও দেখেন তাঁরা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলে অমিতাভ বচ্চনও। 


তবে এই প্রথম নয়, তাঁদের বিচ্ছেদের গুঞ্জন চলতে চলতেই এর আগে একবার এক ফ্রেমে দেখা গিয়েছিল অভিষেক ও ঐশ্বর্য্যকে। একসঙ্গে সেলফিও তুলেছিলেন তাঁরা। একটি হাই প্রোফাইল বিয়েবাড়ির অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিলেন তাঁরা। দুজনেই পরেছিলেন কালো পোশাক। একসঙ্গে তাঁদের দেখা গেল, পাশাপাশি। সেই থেকেই মনে হয়েছিল, বিচ্ছেদের গুঞ্জন কী একেবারেই মিথ্যে? তাহলে কী একসঙ্গে রয়েছেন অভিষেক ও ঐশ্বর্য্য? সেই উত্তর কিন্তু এখনও অজানা। তবে এই নিয়ে পর পর দুটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল তাঁদের। আর সেটাই সন্দেহ বাড়াচ্ছে যে তাঁদের বিচ্ছেদের জল্পনা গোটাটাই গুঞ্জন। একসঙ্গেই রয়েছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য্য রাই বচ্চন। 


তবে যদি তাই হয়, তাহলে কেন আরাধ্যার জন্মদিনে দেখা গেল না অভিষেক বা অমিতাভ বচ্চন কাউকেই? কেন স্ত্রী ঐশ্বর্য্যের জন্মদিনে শুভেচ্ছা জানালেন না অভিষেক? এই সমস্ত প্রশ্ন থেকেই যাচ্ছে। 


আরও পড়ুন: Mithun Chakraborty: রাস্তায় শুয়ে থাকা ছেলে সুপারস্টার ! ভাবি কীভাবে সম্ভব হল: মিঠুন চক্রবর্তী | ABP Ananda LIVE