নয়াদিল্লি: আজ ইডি (ED) দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিলেন অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পানামা পেপার কাণ্ডে তলব হওয়ার পর অভিনেত্রী এদিন ইডি-র দিল্লি অফিসে হাজির হয়েছেন।
প্রথমে জানা যায়, আজ তলব করা হলেও তিনি চিঠি দিয়ে না যেতে পারার কথা জানিয়েছেন। তবে এবার খবর, যে তিনি ইডি দফতরে পৌঁছেছেন। পানামা পেপার কাণ্ডে নোটিস পাঠানো হতে পারে অমিতাভ বচ্চনকেও। সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে প্রশ্নপত্র। পানামা পেপার কাণ্ডে প্রায় ৫০০ জন ভারতবাসীর জড়িত থাকার খবর পাওয়া গেছে।
পানামা পেপার কাণ্ডে জড়িত এই ৫০০ জনের মধ্যে রয়েছেন একাধিক নেতা, অভিনেতা, খেলোয়াড়, ব্যবসায়ী। এই প্রথম সারির তারকাদের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কর আদায় কর্তৃপক্ষ তদন্ত করছে।
আরও পড়ুন: Taimur Ali Khan Birthday: জন্মদিনে আদরের টিমকে 'মাথা উঁচু করে এগিয়ে' যাওয়ার বার্তা মা করিনার
অভিষেক বচ্চনও এই তদন্তে যোগদান করেছে মাসখানেক আগে। বহুদিন ধরেই এই পানামা পেপার কাণ্ডের তদন্ত চলছে। দেশের একাধিক তাবড় নামকে এই তালিকায় যোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এই মামলায়, মাস খানেক আগে, ইডি অফিসে পৌঁছন অভিষেক বচ্চনও। বেশ কিছু নথিপত্র তিনি ইডি আধিকারিকদের হাতে তুলে দেন। ইডি সূত্রেই খবর, খুব শীঘ্রই নোটিস পাঠিয়ে তলব করা হবে বিগ-বিকেও।
দীর্ঘদিন ধরে চলা 'পানামা পেপার কাণ্ড'-এ আগেই নাম জড়ায় বচ্চন পরিবারের। ২০১৬ সালে, যুক্তরাজ্যে পানামা ভিত্তিক একটি আইন সংস্থার ১১.৫ কোটি টাকার করের নথি ফাঁস হয়। এতে সারা বিশ্বের বড় বড় নেতা, ব্যবসায়ী ও বড় বড় ব্যক্তিত্বদের নাম প্রকাশ করা হয়। ভারতের ক্ষেত্রে, প্রায় পাঁচশোরও বেশি মানুষের নাম জানা গেছে। এতে বচ্চন পরিবারের নামও রয়েছে।