Abhishek-Aishwarya: রাধিকা-অনন্তের বিয়েতে প্রকাশ্যে চলে এল বচ্চন পরিবারের বিবাদ! আলাদা এলেন অভিষেক-ঐশ্বর্য্য

Anant-Radhika Wedding: এই অনুষ্ঠানে এসেছিলেন ঐশ্বর্য্যও, তবে শুধুমাত্র মেয়ে আরাধ্যাকে নিয়ে। শ্বশুরবাড়ির কারও সঙ্গেই কথা বলতে দেখা গেল না তাঁকে।

Continues below advertisement

মুম্বই: যেন ফের একবার এই ফ্রেম উস্কে দিল বিচ্ছেদের জল্পনা। তাঁরা এলেন একই অনুষ্ঠানে, কিন্তু একসঙ্গে থাকলেন না। ফ্রেমবন্দি হলেন বটে, কিন্তু একসঙ্গে নয়। অনন্ত অম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Marchant)-এর বিয়েতে যেন ফের একবার প্রকাশ্যে চলে এল বচ্চন পরিবারের দ্বিধাবিভক্ত ছবিটি। আজ ছিল অনন্ত-রাধিকার বিবাহ। আর সেই অনুষ্ঠান উপলক্ষ্যেই আজ বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (BKC) জিও কনভেনশন সেন্টারে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) আর জয়া বচ্চন (Jaya Bacchan)। তাঁদের সঙ্গেই দেখা গেল শ্বেতা বচ্চন (Sweta Bacchan), নব্যা নভেলি (Navya Naveli) ও অভিষেক বচ্চন (Abhishek Bacchan)-কে। তবে দেখা গেল না ঐশ্বর্য্য আর আরাধ্যাকে। 

Continues below advertisement

কোথায় বচ্চন পরিবারের বধূ আর নাতনি? দেখা গেল, এই অনুষ্ঠানে এসেছিলেন ঐশ্বর্য্যও, তবে শুধুমাত্র মেয়ে আরাধ্যাকে নিয়ে। শ্বশুরবাড়ির কারও সঙ্গেই কথা বলতে দেখা গেল না তাঁকে। ফ্রেমবন্দি হতেও দেখা গেল না একসঙ্গে। আর সেটাই যেন উস্কে দিল তাঁদের সম্পর্কে ভাঙনের সুর। এর আগে, ঐশ্বর্য্যের জন্মদিনে কোনও শুভেচ্ছাবার্তা আসেনি অভিষেকের তরফে। পুত্রবধূ ঐশ্বর্য্যকে আনফলো করে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। নিজের জন্মদিনটা শুধুমাত্র মেয়েকে নিয়েই কাটিয়েছিলেন ঐশ্বর্য্য। 

তবে কেবল এই একটি ঘটনাই নয়, বারে বারেই সামনে এসেছে ঐশ্বর্য্য ও অভিষেকের মধ্যে দূরত্ব। বচ্চন পরিবারের সঙ্গেও দূরত্ব বেড়েছে ঐশ্বর্য্যের। তবে সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে জলসার অঙ্গনে দেখা গিয়েছিল ঐশ্বর্য্যকে। মেয়ে আরাধ্যাকে নিয়ে সবার সঙ্গে আনন্দে সামিল হয়েছিলেন তিনিও। অভিষেক-ঐশ্বর্য্যর বিবাহবার্ষিকীর দিনও একসঙ্গে ছবি পোস্ট করে বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক। এরপরে অবশ্য অনেকেই মনে করেছিলেন, তাহলে বোধহয় দূরত্ব মিটে গিয়েছে অভিষের ঐশ্বর্য্যের। তবে অম্বানি পরিবারের অনুষ্ঠানে ফের যেন প্রকাশ্যে চলে এল সেই ভাঙনের জল্পনাই। একই সন্ধেয়, একই অনুষ্ঠানে এলেও এক ফ্রেমে ধরার দিলেন না বচ্চন পরিবার ও ঐশ্বর্য্য আরাধ্যা। নতুন করে ভাঙন নাকি কখনও সম্পর্ক ঠিক হয়ইনি অভিষেক ঐশ্বর্য্যর মধ্যে? সবসময়ের মতো এই বিষয় নিয়ে মুখে কুলুপ সবারই। 

 

আরও পড়ুন: Radhika Marchant: মা-ঠাকুমার সাবেক গয়না, রাধিকার বিবাহবেশে ছিল কী কী বিশেষত্ব?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola