ইনস্টাগ্রামে এলেন ঐশ্বর্যা রাই, পোস্ট করলেন মেয়ের ছবি
ABP Ananda, Web Desk | 12 May 2018 02:31 PM (IST)
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় বরাবর অনুপস্থিত বচ্চন বধূ এবার ইনস্টাগ্রামে এলেন। আর প্রথমবার তিনি পোস্ট করলেন মেয়ের জন্মের পরের ছবি। সদ্যজাত আরাধ্যা আর তার মা ঐশ্বর্যা রাই বচ্চনের ছায়া দেখা যাচ্ছে ছবিতে। সঙ্গে ক্যাপশন, আর আমি জন্ম নিলাম.. আবার। দেখুন ছবিটি [gallery ids="471743"] ঐশ্বর্যার স্বামী অভিষেক ও শ্বশুর অমিতাভ বচ্চন- দুজনেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। কিন্তু অ্যাশের হাতে ফেসবুক, টুইটারে খোশগল্প করার সময় ছিল না। কিন্তু ফ্যানদের দীর্ঘদিনের দাবি মেনে এবার তিনিও পা রাখলেন সোশ্যাল মিডিয়ায়। কান চলচ্চিত্র উৎসবে তাঁর সপ্তদশতম পদার্পণের ঠিক আগে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন তিনি। অভিষেক অবশ্য স্ত্রীর ছবি পোস্টের সঙ্গে সঙ্গে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, হাউ অ্যাবাউট আ ফোটো ক্রেডিট, মিসেস বি!