ধোনির নেতৃত্বে ভারত ২০০৭-এ টি ২০ বিশ্বকাপ এবং ২০১১-তে একদিনের বিশ্বকাপ জিতেছে। সেইসঙ্গে ২০১৩-তে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতে নেয় ভারত। পাশাপাশি, আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় পয়লা নম্বরে উঠে আসে ভারত ধোনির হাত ধরে। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা মাহির মাথা ঠাণ্ডা রাখার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল। ক্রিকেটাররাও ধোনির এই মনোভাবের প্রশংসা করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদিও। তাঁর মতে, বিশ্ব ক্রিকেটে ধোনিই কুলেস্ট ক্যাপ্টেন।
টরেন্টোতে একটি দ্রুত প্রশ্নোত্তর অনুষ্ঠানে আফ্রিদি ধোনি সম্পর্কে তাঁর ধারনার কথা জানিয়েছেন। একইসঙ্গে জানিয়েছেন তাঁর পছন্দের ভারতীয় ক্রিকেটারের নাম। এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে আফ্রিদি বলেছেন, কোহলিই তাঁর পছন্দের সেরা ভারতীয় ক্রিকেটার।
এক অনুরাগীর প্রশ্নের উত্তরে ধোনি ও কোহলি সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন আফ্রিদি।