সম্প্রতি অ্যাশকে রান্না করতে দেখা গেল। তিনি তৈরি করেছেন একধরনের স্যালাড। সেই স্যালাডে ছিল ব্রোকোলি, টম্যাটো এবং আরও অনেক কিছু। স্যালাডের নাম কুইনোয়া স্যালাড।
সেই খাবার খেয়ে অভিষেক যে মোটেই খুশি নন, সেটা তাঁর টুইটার প্রতিক্রিয়া থেকেই পরিস্কার। জুনিয়র বচ্চনের প্রশ্ন ব্রোকোলির মতো একটা সবজি কেন উতপাদন করে মানুষ। তারপর তাঁর প্রশ্ন ব্রোকোলি কেউ কেন খাবে, কেন পছ্ন্দ করবে?
তবে এই পোস্টটি করার কিছুক্ষণের মধ্যে ফের টুইটারে আসেন অভিষেক। তাঁর ধারণা, অ্যাশ টুইটারে না থাকলেও বোধহয় তাঁর শেষ টুইটটি দেখেছেন।
তবে শুধু অ্যাশ নন, এই টুইটের প্রতিক্রিয়ায় নেটিজেনরাও ভালই ঠাট্টা-তামাশা করেছেন। দেখুন আরও কিছু মজার টুইট