কলকাতা: গতকাল, অর্থাৎ ৯ অগাস্ট গোটা দেশেই খুব ধুমধাম করে পালিত হয়েছে রাখী উৎসব। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তাঁদের রাখী উদযাপনের ছবি। ভাই বোনের মধ্যে সম্পর্কের উদযাপনই হল রাখী বন্ধন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন ভাই বা দাদাদের রাখী বাঁধার। তবে এই বিষয়ে খুব একটা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন বচ্চন পরিবার। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) যদিও সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়, কিন্তু তিনি রাখীর দিন কোনও ছবি পোস্ট করেননি। আর ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এমনিই সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। তিনি রাখী উদযাপনের কোনও পোস্টই শেয়ার করেননি। তবে জানেন কি, প্রত্যেক বছর বলিউডের একজনকে রাখী বাঁধেন ঐশ্বর্য্য রাই বচ্চন। একটা সময়ে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা সিনেমায়। সেই থেকেই তাঁদের ভাই বোনের মতো সম্পর্ক হয়ে গিয়েছে। গত ১৭ বছর ধরে ঐশ্বর্য্য রাখী বেঁধে আসছেন এই বলি অভিনেতাকে।

কাকে ভাই হিসেবে রাখী পরান ঐশ্বর্য্য?

ঐশ্বর্য্য বলিউডের এক অভিনেতাকে 'ভাইসাব' বলে ডাকেন। তিনি হলেন সোনু সুদ (Sonu Sood)। গত ১৭ বছর ধরে ঐশ্বর্য্য রাই আর সোনু সুদের মধ্যে ভাইবোনের সম্পর্ক। প্রত্যেক বছরই সোনু সুদকে রাখী বাঁধেন ঐশ্বর্য্য রাই। বচ্চন পরিবারের সঙ্গে সোনু সুদেরও সম্পর্ক খুব ভাল। এই সম্পর্ক ‘যোধা আকবর’ ছবির সেট থেকে শুরু হয়েছিল। এই ছবিতে সোনু ঐশ্বরিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

‘যোধা আকবর’-এ তৈরি হয়েছিল সম্পর্ক

একটা সময়ে দেওয়া একটি সাক্ষাৎকারে সোনু সুদ ভাই-বোনের এই সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, 'ছবিটির সেটে একদিন ঐশ্বর্য্য আমাকে বলেছিলেন, আপনি আমাকে আমার পা (অমিতাভ বচ্চন)-এর কথা মনে করিয়ে দেন... তিনি আমাকে স্নেহের সঙ্গে ‘ভাইসাব’ বলেন, যা তাদের এই বিশেষ সম্পর্ককে তুলে ধরে।'

বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সোনু সুদ

এই ছবির সেটে দুজনের মধ্যে ভাই-বোনের এমন সম্পর্ক তৈরি হয়েছিল, যা ১৭ বছর ধরে চলছে। রিপোর্ট অনুযায়ী, সোনু প্রতি বছর অভিনেত্রীর সাথে রাখীতে দেখা করতে যান এবং রাখীও বাঁধেন। সোনু অমিতাভ বচ্চনের সঙ্গে ‘বুড্ডা... হোগা তেরা বাপ’ এবং অভিষেক বচ্চনের সঙ্গে ‘যুবা’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এ কাজ করেছেন। বচ্চন পরিবারের সঙ্গে সোনু সুদেরও সম্পর্ক খুব ভাল।