মুম্বই:  বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের অবিচ্ছেদ অঙ্গ। বলিউডের সমস্ত সেলিব্রিটিদেরই নিত্যদিনের জীবনের নানা মুহূর্তের ছবি মাঝেমধ্যেই ফ্রেমবন্দি হতে দেখা যায় তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। কিন্তু ইন্সটাগ্রাম বা ফেসবুকে একেবারেই দেখা যায় না বচ্চন বহুকে, কেন জানেন? কারণ, এই দুটো সোশ্যাল প্ল্যাটফর্মে কোথাও অ্যাকাউন্টই নেই ঐশ্বর্য রাই বচ্চনের।

সূত্রের খবর, অল্প কয়েকদিনের মধ্যেই ফেসবুক এবং ইন্সটাগ্রামে যোগ দিতে চলেছেন অ্যাশ। এপ্রসঙ্গে প্রাক্তন বিশ্বসুন্দরী সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, তাঁর সময় হয়েছে এবার সোশ্যাল মিডিয়ায় যোগ দেওয়ার। যদিও বছরের পর বছর ধরে অ্যাশকে বিভিন্ন লোক নানা সময় সোশ্যাল মিডিয়ায় যোগ দেওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় অ্যাশের শ্বশুর বিগ বি এবং অভিষেক বচ্চন দুজনেই যথেষ্ট সক্রিয়। কিন্তু দীর্ঘদিন নিজেকে খুব সযত্নেই সেই জায়গা থেকে সরিয়ে রেখেছিলেন অ্যাশ।