কলকাতা:  হাতে চোট, আহত ঐশ্বর্য্য রাই বচ্চন ( Aishwarya Rai Bachchan)। কিন্তু তাই বলে কি কানের ফিল্ম ফেস্টিভ্যালে যাবেন না তিনি? ভারতের মুষ্টিমেয় নায়িকাদের মধ্যে, কানের মঞ্চ আলো করেন তিনি। এবারে হাতে চোট থাকলেও, মেয়ে আরাধ্যাকে নিয়ে ফ্রেঞ্চ রিভেরিয়ার পথে পাড়ি দিলেন ঐশ্বর্য্য রাই। বুধবার রাতে তিনি বিমানবন্দরে আসতেই নজর কাড়েন ছবি শিকারীদের। তাঁর এক হাত রয়েছে একটি স্লিংব্যাগের ভিতর। সঙ্গে রয়েছেন মেয়ে আরাধ্যা। মা-মেয়ের সমীকরণ সবসময়েই নজর কাড়ে ক্যামেরার সামনে। এদিনও তার ব্যতিক্রম হল না। মেয়েকে নিয়ে বিমানবন্দরে নজর কাড়লেন রাইসুন্দরী। 


পোশাকের ব্যতিক্রমী সৌন্দর্য্য থেকে শুরু করে নজরকাড়া সাজ, কানের মঞ্চে প্রত্যেকবারই নজর কাড়েন রাইসুন্দরী। তবে এবার, ডান হাতে চোট লেগেছে তাঁর।  ঐশ্বর্য্যর হাতে ঠিক কীভাবে চোট লাগল, তা নিয়ে অবশ্য সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চাননি কেউই। ঐশ্বর্য্যর তরফ থেকেও কিছু জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্য্যের ভিডিও ভাইরাল হতে অনেকে লিখেছেন, 'হাতে কী হয়েছে?' অনেকে আবার লিখেছেন, 'কী দুর্দান্ত স্টাইল স্টেটমেন্ট। হাতে ব্যান্ডেজ থাকা সত্ত্বেও, রানির মতোই বেরিয়ে গেলেন হাত নেড়ে।' এক নেটিজেন আবার লিখেছেন, 'কেউ কি দেখেছেন, আরাধ্যা ওর মাকে কী সুন্দর ব্যাগ নিতে সাহায্য করছে। ও বড় হয়ে গিয়েছে।'।


সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল, অভিষেকের সঙ্গে সম্পর্ক তলানিতে ঐশ্বর্য্যের। তাদের বিয়ে ভাঙতে চলেছে, একসঙ্গে নাকি থাকছেন না তাঁরা। তবে যাবতীয় জল্পনা নস্যাৎ করে বিয়ের বর্ষপূর্তিতে একসঙ্গে ছবি দিয়েছিলেন অভিষেক ও ঐশ্বর্য্য। সঙ্গে ছিলেন আরাধ্যাও।


'Dhaai Akshar Prem Ke' , এই ছবিতে কাজ করতে গিয়ে প্রথম আলাপ হয় অভিষেক-ঐশ্বর্য্যর। সালটা ছিল ২০০০। এরপরে ২০০৬ সালে ফের 'উমরাও জান' (Umrao Jaan) ছবিতে কাজ করেন অভিষেক-ঐশ্বর্য্য। সেই সময় থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্ব। এরপরে, নিউইয়র্কে একটি শ্যুটিংয়ের সময় থেকেই অভিষেক উপলদ্বি করতে পারেন, তিনি প্রেমে পড়েছেন। ঐশ্বর্য্যকে বিয়ে করতে চান তিনি।


 






আরও পড়ুন: Rakhi Sawant: জরায়ুতে টিউমার, রাখী কি ক্যানসারে আক্রান্ত?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।