মুম্বই:  এবারের কান চলচ্চিত্র উত্সবের রেড কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চনের স্টাইল স্টেটমেন্ট সকলেরই নজর কেড়েছে। তাঁর বিভিন্ন দিনের পোশাক সব সময়ই আলোচনার কেন্দ্রে। কিন্তু এবার কান-এ ঐশ্বর্যার বেগুনি লিপস্টিক নিয়ে চর্চা হয়েছে সবচেয়ে বেশি। হাসির খোরাকও হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। টুইটারাইটদের আক্রমণের মুখেও পড়েছেন। এবার এবিষয় একটু মজা করল দুগ্ধজাতীয় পণ্য প্রস্তুতকারক সংস্থা আমুল।

যখন সবাই অ্যাশকে কটাক্ষ করতে ব্যস্ত, তখন আমুলের বিজ্ঞাপনী প্রচারে বলা হয়েছে রোজ মাখন খান এবং বেগুনি লিপস্টিক পরুন। আপনারা কি আমুলের মিস আটারলি বাটারলির সঙ্গে একমত?