মুম্বই: ফিল্মদুনিয়ায় তাঁর শিকড় নয়। ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে একরাশ স্বপ্ন নিয়ে বলিউডে এসেছিলেন সুশান্ত। কী করেননি তিনি? টেলিভিশন ধারাবাহিক, রিয়্যালিটি শো থেকে বড় অভিনেতা-অভিনেত্রীদের ব্যাকআপ ডান্সারের কাজ। যে কোনও কাজকেই সম্মান দিয়েছেন সুশান্ত। কিন্তু সেই মানুষটিই যে এভাবে মাঝরাস্তায় ময়দান ছেড়ে যাবেন, ভাবেননি কেউই। সুশান্তের মৃত্যু তাই বলিউডের কাছে একটা বড়সড় ধাক্কা।
অভিনেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন অভিনেত্রী ঐশ্বর্যা রাইও।
ইনস্টাগ্রাম স্টোরিতে ঐশ্বর্যা লেখেন, 'তোমার আত্মার শান্তি কামনা করি সুশান্ত, তোমার পরিবারের জন্য প্রার্থনা রইল।'
এর আগে অমিতাভ ও অভিষেক বচ্চনও সুশান্তের প্রয়াণে শোকবার্তা লেখেন।
২০০৬ সালে অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ গেমের সমাপ্তি অনুষ্ঠানে ঐশ্বর্যার ব্যাক-আপ আর্টিস্ট হিসেবে কাজ করেন সুশান্ত। সে-সময় তিনি শ্যমক ডাভার ডান্স ট্রুপের সদস্য।
একসময় পারফর্ম করেছিলেন তাঁর ব্যাকআপ আর্টিস্ট হিসেবে , সেই সুশান্তের মৃত্যুতে কী বার্তা দিলেন ঐশ্বর্যা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jun 2020 07:44 PM (IST)
অভিনেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন অভিনেত্রী ঐশ্বর্যা রাইও।
ইনস্টাগ্রাম স্টোরিতে ঐশ্বর্যা লেখেন...
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -