মনে পড়ে স্নেহা উল্লালকে? দেখুন বর্তমানে এই অভিনেত্রী কী করছেন...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Apr 2017 05:43 PM (IST)
1
দীর্ঘদিন পর ফের ক্যামেরার সামনে বলিউড অভিনেত্রী স্নেহা উল্লাল।
2
3
ওই ছবির পর স্নেহা আরও অনেক ছবিতেই অভিনয় করেন। কিন্তু, কোনওটিই বক্স অফিসে দাগ কাটতে পারেনি।
4
কারণ, ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে স্নেহার অদ্ভুত মুখের মিল।
5
‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবিতে স্নেহাকে দেখে দর্শকরা প্রায় চমকে উঠেছিলেন।
6
শোনা যায়, সলমন নিজে উদ্যোগ নিয়ে স্নেহাকে প্রোজেক্ট করেছিলেন।
7
ছবিতে অভিনয় করেছিলেন সলমন খানও।
8
সম্প্রতি, মুম্বইতে তাঁকে একটি অনুষ্ঠানে দেখা যায়।
9
২০০৫ সালে বলিউড ছবি ‘লাকি: নো টাইম ফর লাভ’-এ প্রথম দেখা গিয়েছিল স্নেহাকে।
10
জানা গিয়েছে, মার্কিন কমেডি ড্রামা শ্রেণির ‘আ ডান্স পারপজ’ ছবির বিশেষ স্ক্রিনিয়ংয়ে এসেছিলেন।