বাথরুমে বাবল-বাথ, ছবি পোস্ট করলেন সানি লিওন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Apr 2017 05:21 PM (IST)
1
উল্লেখ্য, সানিকে আরবাজ কানের সঙ্গে তেরে ইন্তেজার সিনেমায় দেখা যাবে। সিনেমার পরিচালক রাজীব ওয়ালিয়া।
2
এই কথা তিনি তাঁর পোস্ট করা ছবির ক্যাপশনেই জানিয়েছেন।
3
সানির মনে হয়েছে, খুব ভালো বাবল করতে গিয়ে খানিকটা বেশিই করে ফেলেছেন তিনি।
4
এবার বাথরুমের একটি ছবি শেয়ার করলেন সানি।
5
বলিউড অভিনেত্রী সানি লিওন নানা কারণেই প্রচারে আলোয় থাকেন। তাঁর সম্পর্কে অনুরাগীদের আগ্রহও তুঙ্গে থাকে।
6
ছবিতে দেখা যাচ্ছে, বাবল বাথ নিচ্ছেন সানি।সাবানের ফেনায় প্রায় ডুবে গিয়েছেন তিনি। শুধু দেখা যাচ্ছে, তাঁর মুখটি।