চেন্নাই: চলতি বছরের একেবারে শুরুতেই ধনুশ (Dhanush) এবং তাঁর স্ত্রী ঐশ্বর্য (Aishwaryaa) তাঁদের বিবাহিত জীবনে ইতি টানার ঘোষণা করেন। সুখী দম্পতি হিসেবে পরিচিত ধনুশ-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের ঘোষণায় চমকে ওঠেন নেট নাগরিকরা। অনুরাগীরা সোশ্যাল মিডিয়া জুড়ে সম্পর্কে থাকার অনুরোধ জানাতে থাকেন প্রিয় তারকাকে। যদিও পরবর্তীতে এই প্রসঙ্গে আর মুখ খুলতে শোনা যায়নি দুজনের কাউকে। ধনুশের বাবা জানিয়েছিলেন, এই ঘটনা সাধারণ অশান্তির বহিঃপ্রকাশ মাত্র। প্রত্যেকের জীবনেই এমন ঘটনা ঘটে। আবার ঠিকও হয়ে যায়। ধনুশ-ঐশ্বর্যর ক্ষেত্রেও তাই হবে। কিন্তু এবার যা করলেন রজনীকান্ত (Rajinikanth) কন্যা, তাতে অনুরাগীরা অনুভব করতে শুরু করেছেন, দুই তারকার মধ্যে সম্পর্ক সত্যিই তাহলে শেষ।
এতদিন পর্যন্ত রজনীকান্ত কন্যার নাম সোশ্যাল মিডিয়ায় থাকত ঐশ্বর্য আর ধনুশ হিসেবে। কিন্তু এবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে স্বামী ধনুশের নাম মুখে দিলেন তিনি। এখন ইনস্টাগ্রামে তাঁর নাম শুধুই ঐশ্বর্য রজনীকান্ত। আর এতেই নানা প্রতিক্রিয়া দিয়েছেন নেট নাগরিকরা। কেউ তাঁকে কমেন্টে লিখেছেন, 'কেন নাম বদলে ফেললেন ম্যাম? মনটা ভেঙে গেল। আমি বুঝতে পারছি আপনার ব্যক্তিগত নানা কারণ থাকতেই পারে। এই সম্পর্কের মধ্যে হয়তো অনেক যন্ত্রণাও পেতে হয়েছে আপনাকে। কিন্তু তাও...'।
আরও পড়ুন - Emraan Hashmi birthday: পর্দায় নায়িকাদের সঙ্গে রোম্যান্টিক কেমিস্ট্রি, ইমরান হাসমির ব্যক্তিগত জীবন কেমন?
প্রসঙ্গত, চলতি বছর শুরুর দিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ধনুশ লেখেন, 'গত ১৮ বছর ধরে একসঙ্গে ছিলাম বন্ধু হিসেবে, দম্পতি হিসেবে, বাবা-মা হিসেবে এবং একে অপরের শুভাকাঙ্খী হিসেবে। একদিনের সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। ঐশ্বর্য আর আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম দম্পতি হিসেবে আমরা আলাদা হয়ে যাব। আগামীদিনগুলোয় বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।' সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করার পরই ঝড় ওঠে অনুরাগীদের মধ্যে।