কলকাতা: আজ জন্মদিন বলিউড অভিনেতা ইমরান হাসমির (Imraan Hashmi Birthday)। 'আশিক বানায়া আপনে' হোক কিংবা 'গ্যাংস্টার' অথবা 'আজহার', একাধিক ছবিতে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। কখনও তাঁকে দেখা গিয়েছে অজয় দেবগনের সঙ্গে 'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই' ছবিতে, কখনও আবার অমিতাভ বচ্চনের সঙ্গে 'চেহরে' ছবিতে নজর কেড়েছেন। পর্দায় নায়িকাদের সঙ্গে অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে চর্চায় থাকা ইমরান হাসমির (Imraan Hashmi) ব্যক্তিগত জীবন কেমন? তা নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। আজ অভিনেতার জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
ইমরান হাসমির ভালোলাগা-খারাপলাগা-
এক সাক্ষাৎকারে ইমরান হাসমিকে বলতে শোনা গিয়েছে, 'আমি ব্যক্তিগত জীবন অত্যন্ত ব্যক্তিগত রাখতে পছন্দ করি। কখনও অভিনেতা হতে চাইনি। কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতেও আমার ভালো লাগে না। যতক্ষণ কাজের মধ্যে থাকি, ততক্ষণ পেশাদার হিসেবে থাকি। কিন্তু কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চাও আমি পছন্দ করি না'। এর সঙ্গে অভিনেতা জানিয়ে দেন, ইন্ডাস্ট্রিতে তাঁর কোনও বন্ধু নেই।
চুম্বন দৃশ্যে অভিনয় কেন বন্ধ করে দেন ইমরান?
দর্শকদের কাছে ইমরান হাসমি 'কিসিং কিং' হিসেবে পরিচিত। কিন্তু বেশ কিছু ছবির পর পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করা বন্ধ করে দেন তিনি। কেন এই সিদ্ধান্ত? ইমরান হাসমি এক সাক্ষাৎকারে জানান, তাঁর মতে, চুম্বন দৃশ্য বর্তমানে যাবতীয় চমক হারিয়ে ফেলেছে। তাঁর মতে, একটা সময় চুম্বন দৃশ্যের বিরুদ্ধে ছিল ইন্ডাস্ট্রি থেকে দর্শক। সেই সময় ইমরানের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় দর্শক গ্রহণ করেছে। কিন্তু পরবর্তীকালে তিনি যে ধরনের ছবিতে অভিনয় করেছেন, যেখানে চরিত্র এবং গল্প মূল লক্ষ। সেখানে চুম্বন দৃশ্যকে অতি গুরুত্ব দিয়ে দেখানোকে সঠিক নয় বলে মনে হয়েছে অভিনেতার। তাই তিনি সেই সমস্ত দৃশ্যে আর অভিনয় করেননি বলেই জানান।
আরও পড়ুন - The Kashmir Files: নয়া রেকর্ড তৈরি করল 'দ্য কাশ্মীর ফাইলস'
ইমরান হাসমির ছেলের ক্যানসার-
২০০৬ সালে বিয়ে করেন ইমরান হাসমি। প্রায় সাড়ে ৬ বছর সম্পর্কে থাকার পর প্রেমিকা পরভীন সাহানির সঙ্গে নতুন জীবন শুরু করেন। ২০১০ সালে তাঁর ছেলে আয়ানের জন্ম হয়। জন্মের চার বছর পর অভিনেতার ছোট্ট ছেলের ক্যানসার ধরা পড়ে। প্রথম অবস্থায় ক্যানসার ধরা পড়ায় দ্রুত চিকিৎসা শুরু করেন অভিনেতা। আর পাঁচ বছর পর তিনি জানান যে, তাঁর ছেলে ক্যানসার মুক্ত হয়েছে।
ইমরান হাসমির আত্মজীবনী-
পর্দার ইমরান হাসমির সঙ্গে পর্দার বাইরের ইমরান হাসমির একটা বেশ বড় পার্থক্য রয়েছে। যতটা তিনি খোলামেলা পর্দায়, ততটাই গোপন তাঁর ব্যক্তিগত জীবন। বেশ কয়েক বছর আগে নিজের আত্মজীবনী লিখে ফেলেন অভিনেতা। 'কিস অফ লাইফ' নামে তাঁর আত্মজীবনী বই আকারে প্রকাশিত হয় ২০১৬ সালে। যেখানে নিজের ছেলের ক্যানসার যুদ্ধের নানা ঘটনা বর্ণিত রয়েছে।