মুম্বই: শোনা যায়, টিভি সিরিয়ালের লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়াটা আসলে অতটা চকচকে নয়। এবার জানা গেল, সব শোনা কথাই গুজব নয়, সত্যি। জনপ্রিয় সিরিয়াল অ্যায়সি দিওয়াঙ্গি...দেখি নেহি কভি-র দুই মুখ্য চরিত্রই একসঙ্গে ছাড়লেন এই শো।

সিরিয়ালের নায়ক প্রণব মিশ্র, তাঁর চরিত্রের নাম প্রেম সিংহ রাঠোর ও নায়িকা জ্যোতি শর্মা, তিনি করছেন তেজস্বিনী প্রেম সিংহ রাঠোরের চরিত্র। প্রণব-জ্যোতি দুজনেরই অভিযোগ, তাঁদের কাজ করতে বাধ্য করা হচ্ছে অস্বাভাবিক বেশি সময় ধরে।

[embed]https://www.instagram.com/p/BcrNLolAsF4/?taken-by=jyotidineshsharma[/embed]

গত বছর জানুয়ারি থেকে শুরু হয় শ্যুটিং। অভিযোগ, নায়ক নায়িকাকে প্রতিদিন কাজ করতে হচ্ছে ১৮ ঘণ্টা ধরে। এই সময়ে না দেওয়া হচ্ছে কোনও খাবার, জল, এমনকী চাও বন্ধ। কাজ শেষ হতে হতে গভীর রাত হয়ে গেলে জানার চেষ্টাও হচ্ছে না, বাড়ি যাবেন কীভাবে তাঁরা। এমনকী বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় আবার ডেকে নিয়ে আসা হচ্ছে। এইভাবে আর কাজ করা সম্ভব নয়। জানিয়েছেন জ্যোতি।

তাঁর অভিযোগ, অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসক তাঁকে চারদিন বেড রেস্টে থাকতে বলেন। কিন্তু পরদিনই শ্যুটিংয়ে যেতে হয় তাঁকে, সেখানে গলার শিরা ফুলিয়ে চেঁচাতেও হয়। চ্যানেলের বিরুদ্ধে তাঁদের কোনও অভিযোগ নেই, ক্ষোভ সবটাই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে।

[embed]https://www.instagram.com/p/BdRYBULBWjN/[/embed]

প্রণবেরও অভিযোগ, জন্তুদের থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে তাঁদের সঙ্গে, ভয় দেখানো হচ্ছে। নিয়ম অনুযায়ী, দুটি শিফটের মধ্যে ১২ ঘণ্টা ব্যবধান থাকার কথা। অথচ বছরে অন্তত ২৫০ দিন কাজ শেষ করার ৫ ঘণ্টার মধ্যে কাজে ফিরতে হচ্ছে তাঁদের। ফলে দুজনেই অসুস্থ হয়ে পড়েছেন।

২ মাসের নোটিশ দিয়ে শো ছেড়েছেন এই নায়ক নায়িকা। বিষয়টি তাঁরা তুলেছেন সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের কাছে।