দেখুন: ফিটনেস চ্যালেঞ্জ ভিডিওতে অজয় দেবগনের সাত বছরের ছেলের চমকপ্রদ কসরৎ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2018 06:11 PM (IST)
নয়াদিল্লি: সারা দেশে সোশ্যাল মিডিয়াজুড়ে এখন নয়া ট্রেন্ড ফিটনেস চ্যালেঞ্জ। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌরের এই চ্যালেঞ্জ গ্রহণ করে এখনও পর্যন্ত বেশ কয়েকজন বলিউড তারকা তাঁদের জিম ওয়ার্কআউট ও ফিটনেসের ভিডিও শেয়ার করেছেন। এবার এই চ্যালেঞ্জে সামিল হতে দেখা যাচ্ছে তারকাদের সন্তানদেরও। বলিউড অভিনেতা অজয় দেবগনের ছেলে যুগের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। এই বয়সে একটা শিশুর এ ধরনের কসরৎ দেখে সকলেই রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। যুগের এই ভিডিও তার বাবা অজয়ই নিজের ট্যুইটার অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশ করেছেন। যুগের বয়স মাত্র সাত বছর। এই বয়সেই তার কসরৎ দেখে অনুরাগীদের একাংশ এখন থেকেই দাবি করেছেন, স্টান্টের ক্ষেত্রে যুগ টাইগার শ্রফকেও ছাপিয়ে যাবে। উল্লেখ্য, অজয় কিন্তু তাঁর নিজের ফিটনেস ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। ভিডিও দেখেই স্পষ্ট, যুগ দীর্ঘদিন ধরেই এ ধরনের প্রশিক্ষণ নিয়েছে। সিনেমায় অজয় দেবগনকে বিভিন্ন ধরনের স্টান্ট করতে দেখা যায়। সিংঘম, শিবায় সিনেমা তাঁর স্টান্ট দর্শকদের বেশ পছন্দ হয়েছে। এখন দেখা যাচ্ছে, ছেলে যুগও বাবা অজয়ের মতো স্টান্টে পারদর্শী হয়ে উঠছে। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনুরাগীরা এর তারিখ করছেন।