মুম্বই: আইপিএলের একাদশতম মরশুমের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস। ৫৭ বলে অপরাজিত ১১৭ রানের ইনিংসের জন্য ম্যাচের নায়ক শেন ওয়াটসন। এবার চেন্নাইও মুম্বই ইন্ডিয়ান্সের মতো তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করছে। দুটি দলই এ পর্যন্ত তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে।
দু বছরের নির্বাসন কাটিয়ে ফিরে আসার পর চেন্নাই এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হল। এর আগে ২০১০ এবং ২০১১-তে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এই নিয়ে সপ্তমবার ফাইনালে পৌঁছেছিল চেন্নাই। দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির এটি ছিল আইপিএলের অষ্টম ফাইনাল। আইপিএলের অন্যতম সফল দল হিসেবে পরিচিত চেন্নাই। কারণ, নয় সিজনে খেলে সাত সিজনেই এই দল প্লে অফে পৌঁছেছে।
এবারের চ্যাম্পিয়ন চেন্নাই ২০ কোটি টাকার আর্থিক পুরস্কার পেয়েছে। রানার্স আপ সানরাইজার্স হায়দরাবাদ পেয়েছে সাড়ে বারো কোটি টাকার পুরস্কার।
আর কে কত পেলেন?
অরেঞ্জ ক্যাপ- একাদশ আইপিএলে সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন সবচেয়ে বেশি ৭৫৩ রান করে অরেঞ্জ ক্যাপ তাঁর কাছে রেখেছেন। এই কৃতিত্বের জন্য তিনি পেয়েছেন ১০ লক্ষ টাকার চেক।
পার্পেল ক্যাপ- কিংস ইলেভেন পঞ্জাবের পেসার অ্যান্ড্রু টাই ২৪ উইকেট নিয়ে এবারের আইপিএলের পার্পেল ক্যাপের মালিক হয়েছেন। এজন্য তিনিও পেয়েছেন ১০ লক্ষ টাকা।
স্টার প্লাস ইনোভেটিভ আইডিয়া অ্যাওয়ার্ড- চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এজন্য ১০ টাকার পুরস্কার জিতেছেন।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড-এই পুরস্কার জিতেছেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারাইন। এজন্য তিনি পেলেন ১০ লক্ষ টাকা ও একটি ট্রফি।
এমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড- দিল্লি ডেয়ারবেভিসলের ঋসভ পন্থ এজন্য ১০ লক্ষ টাকা ও একটি ট্রফি পেয়েছেন। তিনি স্টাইলিশ প্লেয়ার অফ দ্য সিজন পুরস্কারও পেয়েছেন। এজন্যও তিনি ১০ লক্ষ টাকা পেয়েছেন।
আইপিএল ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড- এই পুরস্কার পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স
পারফেক্ট ক্যাচ অফ দ্য সিজন- জিতেছেন দিল্লি ডেয়ারডেভিলসের ট্রেন্ট বোল্ট।এজন্য তিনি পেলেন ১০ লক্ষ টাকা।
সুপার স্টাইকার অফ দ্য সিজন- নাইট রাইডার্সের সুনীল নারাইন এই পুরস্কার পেয়েছেন। এজন্য একটি ট্রফি ও গাড়ি উপহার পেয়েছেন তিনি।