মুম্বই: ১৯৯৯-এ বিয়ে করেছেন কাজল ও অজয় দেবগণ। কিন্তু বিয়ের বয়স ২০ বছর ছুঁতে চললেও তাঁদের সম্পর্কের উষ্ণতা এতটুকু কমেনি।

গতকাল অজয় তাঁর ফ্যানদের নিয়ে টুইটার সেশন করেন। তাঁর ছবি, ছবিতে চরিত্র সহ নানা বিষয়ে জানতে চান ভক্তরা। আচমকা কাজলের টুইট। বাড়িতে কখন খেতে আসছ?




জবাবে অজয়ের টুইট, ডায়েট করছি!





অজয়-কাজলের মধ্যে অবশ্য টুইটারে প্রায়ই হাসিঠাট্টা হয়। এর আগে শিবায় মুক্তি পেলে কাজল টুইটারে ছবিটির ট্রেলার শেয়ার করেন।




জবাবে বেজায় খুশি অজয় লেখেন, সোশ্যাল মিডিয়া না বাড়ি- কোথায় তোমায় ধন্যবাদ দেব আমি?





কাজলের টুইট, আমার জবাব সকলের জন্য নয়।




কাজলকে শেষ দেখা গিয়েছে ভিআইপি টু ছবিতে। শিগগিরই নিজস্ব হোম প্রোডাকশনের কাজে হাত দেবেন তিনি। নভেম্বরে শুরু হবে ছবির কাজ।